ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শীঘ্রই করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর টিকার ট্রায়াল

প্রকাশিত: ২৩:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০২১

শীঘ্রই করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর টিকার ট্রায়াল

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার দ্বিতীয় প্রজন্মের টিকা তৈরির লক্ষ্যে কাজ করছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর টিকার ক্লিনিক্যাল ট্রায়াল খুব শীঘ্রই শুরু হতে পারে। খবরে বলা হয়, যুক্তরাজ্যের বিভিন্ন গবেষণাগারে (ল্যাব) করোনার দ্বিতীয় প্রজন্মের টিকা তৈরির জন্য জোরকদমে কাজ চলছে। এসব টিকা তৈরির লক্ষ্য হলো করোনার বিরুদ্ধে সুরক্ষা আরও জোরদার করা। অন্যদিকে সারাবিশে^ সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১১ কোটি ২১ লাখ ২ হাজার ৪২৩ জন। মারা গেছে ২৪ লাখ ৮০ হাজার ৬৯৬ জন। সুস্থ হয়েছে ৮ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৪৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছে ২ কোটি ২১ লাখ ৫৪ হাজার ৪৪৮ জন। যাদের মধ্যে ৯৩ হাজার ৮৮৮ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ১২ হাজার ৭৩৪ জন করোনা সংক্রমিত হয়েছে। একদিনে মারা গেছে ৬ হাজার ৩৪৭ জন। খবর বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। বিজ্ঞানীরা এখন টিকার এমন সংস্করণ তৈরি করতে যাচ্ছেন, যা করোনার নানা ধরনের বিরুদ্ধে প্রতিরোধ সুরক্ষা দিতে সক্ষম হবে। এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে করোনার সংক্রমণ রোধ করবে এমন টিকা নিয়েও কাজ চলছে। এছাড়া করোনার টিকার আরও কিছু প্রকল্প নিয়ে কাজ চলছে। তার মধ্যে এমন টিকা রয়েছে, যার একটি ডোজই করোনার ভিন্ন ভিন্ন ধরন মোকাবেলা করতে সক্ষম হবে। বর্তমানে যে টিকাগুলো রয়েছে, তা এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে করোনা সংক্রমিত হওয়া ঠেকাতে কার্যকর কিনা, সে বিষয়টি অজানা।
×