ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়েতে বিমানের ফ্লাইট ফের বন্ধ

প্রকাশিত: ২৩:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২১

কুয়েতে বিমানের ফ্লাইট ফের বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ কুয়েতে করোনা সংক্রমণের শঙ্কায় ফের বন্ধ হলো বিমানের ফ্লাইট। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিদেশী কেউ দেশটিতে প্রবেশ করতে পারবেন না। ঠিক তেমনই যারা অবস্থান করছেন বর্তমানে তারাও ফিরতে পারবেন না নিজ দেশে। এর আগে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, রবিবার থেকে বাংলাদেশসহ নিষেধাজ্ঞা আরোপ করা বিশ্বের ৩৫টি দেশের অভিবাসীরা সরাসরি কুয়েত প্রবেশ করতে পারবেন। লাগবে না তৃতীয় কোন দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন। এর মধ্যেই আবারও নতুন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। শনিবার রাতে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করে কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কেবল কুয়েতের নাগরিকরা যাতায়াত করতে পারবেন অনায়াসে। প্রবাসী বাংলাদেশীরা বলছেন, কুয়েত সরকার অচিরেই সীমান্ত খুলে না দিলে রেমিটেন্স প্রবাহ বাড়বে না। বর্তমানে কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কুয়েত এয়ারের ফ্লাইট চলাচল করে। কুয়েতের বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় কোন এয়ারলাইন্সের ফ্লাইটই চলতে পারবে না। এ বিষয়ে বেবিচক সূত্র জানায়, কুয়েত ফ্লাইট এবার বন্ধ করা হয়েছে আকস্মিক। এর আগে করোনা তাণ্ডবে একাধিক বার বন্ধ করা হয়েছিল অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে। এবার যেটা করা হয়েছে সেটা ছিল অপ্রত্যাশিত। কেননা করোনা মহামারীতে বর্তমানে বিশ্বব্যাপী থাকলেও এর প্রভাব দেশ ভেদে ভিন্ন। তেল সমৃদ্ধ দেশগুলোর শীর্ষে থাকা সৌদি আরবে করোনার মাঝেও বিশ্বব্যাপী ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান ও বাহরাইনে ফ্লাইট চলাচল আগের মতোই স্বাভাবিক। কুয়েত এসব দেশের অবস্থা আমলে না নিয়ে তারা অতি সতর্ক থাকার প্রশ্নে এ সিদ্ধান্ত নেয়। জানা গেছে, কুয়েতে বর্তমানে লাখ লাখ প্রবাসী বাংলাদেশী কর্মরত। তারা যদি সঠিক মতো ফ্লাইটের অভাবে দেশে ফিরতে না পারে তাহলে সেটা অর্থনীতিতেও প্রভাব ফেলবে। বিপাকে পড়বেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা।
×