ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৮ ফেব্রুয়ারির মধ্যে সব প্রতিষ্ঠানের নাম বাংলায় লেখার নির্দেশ

প্রকাশিত: ২৩:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২১

২৮ ফেব্রুয়ারির মধ্যে সব প্রতিষ্ঠানের নাম বাংলায় লেখার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সরকারী-বেসরকারী সকল অফিস দফতর-প্রতিষ্ঠানের নাম, বিজ্ঞাপন ফলক আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাংলায় লেখা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দেয়া হয়েছে। ডিএসসিসি মেয়রের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ ও হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী দূতাবাস ও বিদেশী প্রতিষ্ঠান ছাড়া দেশের সব বিজ্ঞাপন ফলক, নামফলক, গাড়ির নাম্বার প্লেট, বিজ্ঞাপন এবং গণমাধ্যমের বিজ্ঞাপন বাংলায় লেখা ও প্রচলনের নির্দেশনা রয়েছে। তা সত্ত্বেও কিছু কিছু সরকারী-বেসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানের ইংরেজী বিজ্ঞাপন ফলক ও নাম লেখা রয়েছে। আবশ্যকতা থাকলে বাংলার পাশাপাশি ইংরেজীতে বিজ্ঞাপন ফলক ও নাম লেখা যাবে। তবে ইংরেজী শব্দ ব্যবহারের ক্ষেত্রে ইংরেজী বর্ণ ব্যবহার বাঞ্ছনীয় এবং ইংরেজী শব্দ প্রয়োগের ক্ষেত্রে বাংলা বর্ণ ব্যবহার করা সমীচীন। সম্প্রতি ডিএসসিসি আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে বাংলার ব্যবহারে বার বার নির্দেশনা দিয়ে চলেছেন। আজ মুঠোফোনে যে বাংলা বার্তা আমরা পাই, তা শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। আমরা কর্পোরেশনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছি। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারী-বেসরকারী-আধাসরকারী-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নামফলক-চিহ্নফলক অবশ্যই বাংলায় লিখতে হবে। কোন ইংরেজী শব্দ বাংলা বর্ণ দিয়ে লেখা যাবে না। তিনি আরও বলেন, এই গণবিজ্ঞপ্তি আমরা জারি করেছি, কারণ আজ আমরা দেখছি, অপসংস্কৃতির আগ্রাসনে বাংলা ভাষা তার মর্যাদা ও সম্মান হারিয়ে ফেলেছে। এজন্য আমরা মনে করি, দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল নামফলক এবং চিহ্নফলক বাংলায় হওয়া আবশ্যক।
×