ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২১

করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৩৬৬ জন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায়সহ এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৫৬ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জনে। গত ২৪ ঘণ্টায় ৬৯২ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৫৯ জন। ২৪ ঘণ্টায় ১১ হাজার ১০৩টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৫৮ হাজার ৭৭৬টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৩.৩০ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৯০.৫০ শতাংশ এবং মৃত্যুর হার ১.৫৪ শতাংশ। সোমবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ৪ জন, ২ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে। ১ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ৫ জন, রাজশাহী ১ জন এবং বরিশালে ১ জন রয়েছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট মৃত্যু আট হাজার ৩৫৬ জন। এদের মধ্যে পুরুষ ছয় হাজার ৩২৫ জন (৭৫.৭০ শতাংশ) ও নারী দুই হাজার ৩১ জন (২৪ .০৩ শতাংশ)।
×