ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সবাইকে টিকা নিতে হবে

ভার্সিটি খুলছে ২৪ মে হল ১৭ মে

প্রকাশিত: ২২:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২১

ভার্সিটি খুলছে ২৪ মে হল ১৭ মে

স্টাফ রিপোর্টার ॥ করোনার ছোবলে দীর্ঘ বন্ধ শেষে আগামী ঈদ-উল-ফিতরের পর ২৪ মে খুলবে দেশের সকল বিশ^বিদ্যালয়। তার এক সপ্তাহ আগে ১৭ মে থেকে খুলে দেয়া হবে আবাসিক হল। লাগাতার বন্ধে বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় হলগুলো সংস্কার করা হবে ১৭ মের মধ্যেই। তবে হলে ওঠার আগেই আবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকা নিতে হবে। অন্যথায় হলে প্রবেশ করা যাবেনা। ১৭ মের মধ্যে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্টদের টিকা নিতে হবে। আর স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত জানানো হবে আগামী ২৮ ফেব্রুয়ারী ঘোষিত চলমান ছুটির পর। এদিকে বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পেছানো হচ্ছে। করোনা প্রাদুর্ভাবের মধ্যেও দুদিন ধরে দুএকটি বিশ^বিদ্যালয়ে হল খুলে দেয়ার দাবিতে কিছু শিক্ষার্থীর আন্দোলনের মধ্যে সোমবার জরুরী প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভার্চুয়াল এ ব্রিফিংয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহসহ শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত, তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্তগুলো হলো- সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান আগামী ২৪ মে পবিত্র ঈদ-উল-ফিতরের পর শুরু হবে। তার আগে ১৭ মে থেকে সকল হল খুলে দেয়া হবে। এই সময়ে ২৪ মে পর্যন্ত কোন ধরনের কোন পরীক্ষা হবে না। ২৪ মের পর পরীক্ষাগুলো গ্রহণ করা হবে। এই সময়ে অনলাইন ক্লাসগুলো যেভাবে চলছে সেভাবেই চলমান থাকবে। হল খোলার আগে টিকা দেয়ার উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, হলগুলো খুলে দেয়ার আগেই আবাসিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সকলকে করোনার টিকাদানের ব্যবস্থা করা হবে। এই সময়ে ১৭ মে হল খুলে দেয়ার আগের সময় টিকা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলার সকল প্রস্তুতি সম্পন্ন করবেন এবং আবাসিক হলগুলোর সংস্কার ও মেরামতের প্রয়োজন রয়েছে সেগুলো সম্পন্ন করবেন। শিক্ষার্থীদের মধ্যে অনেকে বিসিএস পরীক্ষার জন্য আবেদন করেছেন, অপেক্ষা করছেন, তাদের জন্য বলছি, বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পিচিয়ে দেয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার তারিখের সঙ্গে সমন্বয় রেখে নতুন তারিখ ঘোষণা করা এবং করোনার কারণে বিসিএসের আবেদনের বয়সসীমা অতিক্রান্ত হয়ে যেন কোন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আশা করছি শিক্ষার্থীরাও তাদের প্রস্তুতি নেবেন। যাতে যার যার হলে ফেরার প্রস্তুতি নেবেন। এই সময় অনলাইনে যেসব ক্লাস চলছে সেগুলোরও প্রস্তুতি নেবেন। আগামী ২৪ মে থেকে আমরা শ্রেণীকক্ষেই পাঠদানের কাজ শুরু করতে পারব। এই সিদ্ধান্তগুলো দেশের পাবলিক (জাতীয় বিশ্ববিদ্যালয়সহ), প্রাইভেট ও সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে। হলে উঠতে ভ্যকসিন নিতে হবে ॥ মন্ত্রী বলেন বিশ্ববিদ্যালয় খোলার পর সবার সুরক্ষায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। দ্রুত সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। বর্তমানে শিক্ষকদের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন নেয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, অধিকাংশ ক্ষেত্রেই বেসরকারী বিশ্ববিদ্যালয়ের হল নেই। যেখানে বিশ্ববিদ্যালয়ে হল থাকবে সেখানে ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন ছাড়া হলে উঠতে দেয়া হবে কিনা সে প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, যদি কোন শিক্ষার্থীর ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যগতভাবে না নেয়ার কোন যৌক্তিক মেডিক্যাল কোন কারণ থাকে, সেটি ছাড়া সকলকে ভ্যাকসিন নিয়ে হলে উঠতে হবে। কারণ করোনাভাইরাস যেন কোনভাবেই না ছড়িয়ে পড়ে সে কারণে। যদি যৌক্তিক কারণ (মেডিক্যাল গ্রাউন্ড) থাকে সে ক্ষেত্রে ভ্যাকসিন না না নিয়েও হলে উঠতে পারবেন। এছাড়া সকল আবাসিক শিক্ষার্থীকে হলে উঠতে হবে। তালা ভেঙ্গে প্রবেশকারীদের হল ত্যাগের নির্দেশ ॥ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের ফটকের তালা ভেঙ্গে প্রবেশ করার ঘটনায় নিন্দা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। অবিলম্বে এসব শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশও দিয়েছেন তিনি। বলেন, ইতোমধ্যেই যদি হলে কোন শিক্ষার্থী হলে অবস্থান করেন, যেটি করার কথা নয়, তাদের অবিলম্বে হল ত্যাগ করতে হবে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানগুলোর বাইরে ব্যক্তিগত বা দলগতভাবে যে কোনভাবেই শিক্ষার সঙ্গে, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কবিহীন কোন ধরনের অনৈতিক, অপরাধমূলক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে সেই কর্মকাণ্ডের দায়দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে না। সরকারী যেসব আদেশ নির্দেশনা রয়েছে যদি কেউ অমান্য করেন, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব শৃঙ্খলাবিধি রয়েছে, আর কোথাও যদি কোন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে, বিশ্ববিদ্যালয়ের হলে বা ভেতরে কোথাও দেশের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী আরও বলেন, এক শ্রেণীর মানুষ বর্তমান সরকারকে নানাভাবে ঝামেলায় ফেলার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। বর্তমানে তাদের মতাদর্শের কিছু শিক্ষার্থীদের দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকা আবাসিক হলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করতে উস্কে দেয়া হচ্ছে। কেউ কেউ বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্যও হলে ওঠার চেষ্টা করছে। সব বিষয় বিবেচনা করে ২৪ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেয়া হবে। স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের টিকা নিতে হবে ॥ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে শিক্ষকের সংখ্যা চার লাখ ৬ হাজার ৪৭৯ জন। আর কর্মচারীর সংখ্যা এক লাখ ৬২ হাজার ৮৬১। মোট শিক্ষক-কর্মচারী পাঁচ লাখ ৬৯ হাজার ৩৩০ জন। এর সঙ্গে মাধ্যমিকের যেসব শিক্ষা কর্মকর্তা রয়েছেন তা যোগ করলে ৫ লাখ ৭৫ হাজার ৪৩০ জন। ১৭ মের মধ্যে তাদের সকলকে টিকা নিতে হবে। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘আজ সংবাদ সম্মেলনে কেবল উচ্চ শিক্ষাঙ্গনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান খোলার বিষয়ে আজ কোন সিদ্ধান্ত নেই। চলমান ছুটি ২৮ ফেব্রুয়ারি শেষ হবে। তারপর এই স্তরের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। জাতীয় অধ্যাপক নিয়োগের ঘোষণা শীঘ্রই: শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জাতীয় অধ্যাপকের তিনটি পদ শূন্য আছে। সেই তিনটি পদের অধ্যাপক নিয়োগের জন্য সভা হয়ে গেছে। সিদ্ধান্ত অনুযায়ী যে প্রক্রিয়াকরণ সেই প্রক্রিয়াকরণের কাজ চলছে, কাজেই শীঘ্রই ঘোষণা আসবে।
×