ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশু রাকিব হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন বহাল

প্রকাশিত: ২২:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২১

শিশু রাকিব হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন বহাল

স্টাফ রিপোর্টার ॥ খুলনায় পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে শিশু রাকিব হাওলাদারকে (১২) হত্যার অভিযোগে দুই আসামিকে হাইকোর্টের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। এদিকে সাড়ে চার বছরের শিশু মির্জা অরুনিমা শাহপারের (অহনা) চিকিৎসায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় স্কয়ার হাসপাতাল ও এর দুই চিকিৎসককে অব্যাহতির আদেশের বিরুদ্ধে করা আবেদনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে দেশের বিভিন্ন সরকারী হাসপাতালে মানুষের সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি অন্তর্ভুক্ত করাসহ সকল অচল যন্ত্রপাতি মেরামত করে সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। পায়ুপথে বাতাস প্রবেশ করে শিশু রাকিব হাওলাদারকে (১২) হত্যার অভিযোগে দুই আসামিকে হাইকোর্টের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। আসামিদের আপীল খারিজ করে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপীল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। পরে সর্বোচ্চ আদালতের এ আদেশ নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের জঘন্যতম নৃশংস, ঘৃণীত হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, তাদের জন্য এটি (আপীল বিভাগের আদেশ) একটি বার্তা হবে যে, এ ধরনের শিশু হত্যার শাস্তি অনিবার্য। এ মামলায় রাষ্ট্রপক্ষ অত্যন্ত কষ্ট করে মামলা পরিচালনা করেছে। সুপ্রীমকোর্টের আপীল বিভাগ শাস্তি বহাল রেখেছে।
×