ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাষাসৈনিক পাঠাগার উদ্বোধন

প্রকাশিত: ২২:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২১

ভাষাসৈনিক পাঠাগার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২২ ফেব্রুয়ারি ॥ ভাষা দিবসে মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুল মমিন পাঠাগার উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে থানা রোডে এ পাঠাগার উদ্বোধন করেন ভাষা সৈনিক সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের সহধর্মিণী সংসদ সদস্য রেবেকা মমিন। প্রধান অতিথির বক্তব্যে রেবেকা মমিন বলেন, নতুন প্রজন্মের জন্য পাঠাগারের বিকল্প নেই। অপসংস্কৃতি থেকে সমাজকে বাঁচাতে হলে সকলকে পাঠাগারমুখী হওয়া প্রয়োজন। বাবু অমল সরকারের সভাপতিত্বে ইউসূফ আলীর সঞ্চালনায়, বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল, অধ্যক্ষ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল আহমেদ প্রমুখ। গৃহবধূর শ্লীলতাহানি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার সুন্দরদী মহল্লার বসতঘরে ঢুকে এক গৃহবধূর শ্লীলতাহানি ঘটানো হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ওই গৃহবধূ বরিশাল আদালতে মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গৌরনদী মডেল থানার ওসিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। জানা গেছে, সুন্দরদী মহল্লায় ভুক্তভোগীর বসতভিটা দখল করার জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছিল একই এলাকার আজিজ বেপারির পুত্র হানিফ বেপারি ও জুলহাস বেপারি। গত ১২ ফেব্রুয়ারি হানিফ ও জুলহাস বেপারির নেতৃত্বে তাদের ৪/৫ সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গৃহবধূর বসতভিটে দখল করতে যায়। এ সময় জুলহাস বেপারি বসতঘরের দরজা ভেঙ্গে গৃহবধূর শ্লীলতাহানি ঘটায়।
×