ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে অটোচালককে হত্যা

প্রকাশিত: ২২:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২১

নীলফামারীতে অটোচালককে হত্যা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ধারালো অস্ত্র দিয়ে আব্দুল হালিম (৫৫) নামে এক অটোচালককে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। সোমবার দুপুরে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপীর ব্রিজ সংলগ্ন সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে তার অটোটি পাওয়া যায়নি। নিহত হালিম একই ইউনিয়নের লতিফ চাপড়া কেরানীপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। পারিবারিক সূত্রমতে নিজস্ব ব্যাটারিচালিত অটো নিয়ে প্রতিদিনের ন্যায় রবিবার সকালে আব্দুল হালিম নিজ বাড়ি হতে বের হয়ে গিয়েছিল। কিন্তু সে রাতে আর বাড়ি ফিরেনি। ফরিদপুরে শ্রমিক নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাতিজাকে বিদেশে পাঠানোর জন্য এক শ্রমিকের জমানো টাকা হাতিয়ে নেয়ার জন্য ওই শ্রমিককে হত্যা করেছে একই ফার্মের আরেক শ্রমিক। সোমবার দুপুর ১২টার দিকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা ঘটেছে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের চর শিবরামপুর এলাকায় অবস্থিত বিপুল এ্যাগ্রো ফার্মে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম জিনারুল ইসলাম শুকুর (৩৩)। গাজীপুরে যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে বেড়াতে আসা এক যুবকের লাশ সোমবার উদ্ধার করেছে পুলিশ। তার নাম- শাহনেওয়াজ সরদার (৩২)। তিনি নওগাঁ জেলার পত্নীতলা থানার নাগরগোলা এলাকার আবুল কাশেম সরদারের ছেলে। জানা গেছে, ২/৩ দিন আগে কালিয়াকৈরের সফিপুর বৌবাজার এলাকায় ভায়রার বাড়িতে সপরিবারে বেড়াতে আসেন শাহনেওয়াজ। রবিবার বিকেলে বাসা থেকে ঘুরতে বের হয়ে নিখোঁজ হন তিনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরদিন সোমবার সকালে মৌচাক রেলস্টেশনের পাশে রতনপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পেছনে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
×