ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে নববধূ হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন

প্রকাশিত: ২১:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১

কিশোরগঞ্জে নববধূ হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ॥ জেলার করিমগঞ্জে নববধূ রুবা আক্তার (১৮) হত্যার দায়ে দুই চাচা শ্বশুর ও শাশুড়িসহ মামলার ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া রায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মোড়লপাড়া গ্রামের মোঃ তাহেরের মেয়ে লুৎফা, মৃত মীর হোসেনের ছেলে মোঃ সোরাব, তার স্ত্রী মোছাঃ জোসনা ও ছেলে মোঃ শরীফ, মৃত হালু মিয়ার ছেলে মুসলিম ও তার স্ত্রী নূর নাহার বেগম। মামলার বিবরণে জানা যায়, ভাটিয়া মোড়লপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে নিহত রুবা আক্তারের সঙ্গে ২০১১ সালের ১৯ মে তারই চাচাত ভাই মৃত আব্দুছ কুদ্দুছের ছেলে শামীমের (২২) পারিবারিভাবে বিয়ে হয়। উভয়ের দাদা-দাদি মৃত্যুর আগে ওছিয়ত মোতাবেক দুজনের মধ্যে বিয়েটি হয়েছিল। কিন্তু এ বিয়ে শামীম ও তার চাচা-চাচিসহ পরিবারের অন্যরা মেনে নিতে পারেনি। এর জেরে আসামিরা আক্রোশে পরস্পর যোগসাজোশে একই উদ্দেশ্যে নববধূ রুবা আক্তারকে ২০১১ সালের ৩ জুন রাতে গলাটিপে হত্যা করে লাশ বাড়ির পেছনে ডোবায় ফেলে রাখে।
×