ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৪৮ দিনে এক টন গাঁজা উদ্ধার

প্রকাশিত: ২১:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২১

৪৮ দিনে এক টন গাঁজা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২২ ফেব্রুয়ারি ॥ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৮ দিনে এক টনের ওপর গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এই সময়ে মাদকের সঙ্গে জড়িত অভিযোগে ৪১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, পুলিশ মাদক উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে মাত্র ৪৮ দিনে এক হাজার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কুমিল্লা জেলা পুলিশ ১ হাজার ৪৬ কেজি গাঁজা, ১৮ হাজার ৪১৪ পিস ইয়াবা, ৪ হাজার ৭০৫ বোতল ফেনসিডিল ও ৩১৭ লিটার দেশী মদ উদ্ধার করেছে। এই উদ্ধার অভিযানে গাঁজায় ২১৭ জনসহ মোট ৪১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় আহত যুবক ৮ দিন পর মৃত্যুবরণ করেছে। ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সে গুলিবিদ্ধ হয়েছিল। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার রাতে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম মোঃ হাবিব (২০)। সে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকার আনোয়ার ওরফে লেদু মিয়ার পুত্র। চন্দনাইশ পৌরসভার নির্বাচনে সংঘর্ষ চলাকালে সে গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে চমেক হাসপাতালে এনে ভর্তি করানো হয়।
×