ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় গরু চুরি আতঙ্কে কৃষক

প্রকাশিত: ২১:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০২১

কলাপাড়ায় গরু চুরি আতঙ্কে কৃষক

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২২ ফেব্রুয়ারি ॥ আজিমদ্দিন গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদারের তিনটি গরু এবং গোলবুনিয়া গ্রামের ছালাম মৃধার তিনটি গরু ১৩ ফেব্রুয়ারি রাতে একটি সংঘবদ্ধ চোর সিন্ডিকেট নিয়ে গেছে। এ দুই কৃষকের বাড়ি মিঠাগঞ্জ ইউনিয়নে। চরচাপলী গ্রামের কৃষক মালেক মিস্ত্রি জানান, তার তিনটি গরু চোরে নিয়ে গেছে। মোঃ রফিকের দুটি, কাউয়ার চর গ্রামের নুরআলম সিকদারের দুটি, একই গ্রামের ফিরোজ মিয়ার দুটি, মতি মিয়ার দুটি, মোঃ মজনুর দুটি, বেচু মিয়ার তিনটি গরু চুরি হয়েছে। জানুয়ারি মাসে শুধুমাত্র ধুলাসারের চরচাপলী এবং কাউয়ার চর গ্রাম থেকেই এ কয়টি গরু চুরি হয়েছে। স্থানীয়রা জানান, ২৯ জানুয়ারি রাতে ৪০টি চোরাই মহিষ নিয়ে একটি ট্রলারযোগে খাপড়াভাঙ্গা ভাড়ানি খালে প্রবেশ করে একটি সিন্ডিকেট। ট্রলার থেকে ২২টি মহিষ নামানোর পরে গ্রামের লোকজন টের পেয়ে যায়। পরে বাকি আটটি ট্রলারে মহিষ নিয়ে ট্রলারসহ চোরের দল সপটে পড়ে। স্থানীয়রা জানান, খালের পাড়ের মোঃ ইউনুচের বাড়ির ঘাটে এভাবে ট্রলার থেকে গবাদিপশু নামানো এবং ওঠানোর উঁচু মাটির ডিবি বানানো রয়েছে। ওখানে বাইরে থেকে আনা মহিষের চালান আনলোড করে এই এলাকার চোরাই গরু লোড করা হয়। বহু কৃষক জানায়, পুলিশ গোপনে তদন্ত করলে আসল রহস্য বের হয়ে যাবে। ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার জানান, গেল সপ্তাহে গন্ডমারি গ্রামের এক বাড়ির গরু চুরি হয়েছে। ধুলাসার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, এক-দুদিন পরপর গরু চুরি হচ্ছে। সবশেষ কাউয়ার চরের জামাল তালুকদারের তিনটি গরু চুরি হয়েছে। পশ্চিম চাপলীর শাহজাহানোর গরু চুরি হয়েছে। গরু চুরির বিষয় নিয়ে সম্প্রতি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা আইনশৃঙ্খলার কমিটির মাসিক সভায় উৎকণ্ঠা প্রকাশ করেন।
×