ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৮ হাজার টাকার পাঙ্গাশ

প্রকাশিত: ২১:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০২১

২৮ হাজার টাকার পাঙ্গাশ

সংবাদদাতা, পাথরঘাটা, ২২ ফেব্রুয়ারি ॥ বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে এক জেলের এক টাকার বড়শিতে মিলেছে ২৮ হাজার টাকার পাঙ্গাশ মাছ। মাছটি ইউনুচ নামের এক মাছ ব্যাবসায়ী পদ্মা স্লুইচ ঘাট এলাকা থেকে পাইকারি ক্রয় করে পাথরঘাটা উপজেলা শহরের বাজারে এনে মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার টাকা দরে বিক্রি করেন। মাছটির ওজন ৩২ কেজি। সোমবার ভোর ৪ টার দিকে পদ্মা গ্রামের কবির নামের এক জেলের বড়শিতে এ মাছটি ধরা পড়ে। মাছ বিক্রেতা ইউনুচ মিয়া জানান, ‘গ্রামে প্রবাদ আছে পুইট্টা বড়শিতে ভোল মাছ এখন দেখছি সত্যিকারে পুইট্টা বড়শিতে ৩২ কেজি ওজনের পাঙ্গাশ ধরা পড়ছে।’ তিনি বলেন, কবির মিয়া বলেশ্বর নদীতে বড়শি দিয়ে নিয়মিত মাছ ধরেন, এখন নদীতে ডালা গোন চলছে। এ জন্য রাত ৪টার দিকে নৌকা ট্রলারযোগে ছোট ছোট টেংরা মাছ ধরার জন্য পুঁটি মাছের কোয়ার্টার ইঞ্চি সাইজের ১৬ নাম্বর বড়শি নদীতে ফেলে সে বাড়িতে চলে আসে।
×