ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছয় বছরেও সংস্কার হয়নি আত্রাইয়ের বেড়িবাঁধ

প্রকাশিত: ২১:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১

ছয় বছরেও সংস্কার হয়নি আত্রাইয়ের বেড়িবাঁধ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ ফেব্রুয়ারি ॥ নওগাঁর আত্রাইয়ে ছোট যমুনা নদীর তীরবর্তী ফুলবাড়ি বেড়িবাঁধ র্দীর্ঘ ৬ বছরেও মেরামত হয়নি। ফলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার শিকার হচ্ছেন ফুলবাড়ি ও পূর্বমিরাপুর গ্রামের শত শত পরিবার। বিগত ২০১৫ সালে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও বর্ষণের ফলে বেড়িবাঁধটি ভেঙ্গে যায়। যাতায়াতের জন্য নৌকায় হচ্ছে তাদের একমাত্র অবলম্বন। ওই এলাকার কয়েক হাজার মানুষ তাদের আবাদি ফসল নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এ বাঁধ ভাঙ্গনের ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে ফুলবাড়ি, মির্জাপুর, নান্দাইবাড়ি, কৃষ্ণপুরসহ কয়েক গ্রামের হাজার হাজার মানুষ বন্যা কবলিত হয়ে চরম দুর্ভোগের শিকার হন। এছাড়াও রানীনগরের নান্দাইবাড়ি থেকে কৃষ্ণপুর হয়ে আত্রাইয়ের উদনপৈ পর্যন্ত বেড়ি বাঁধটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই বাঁধটি সংস্কারের উদ্যোগ না থাকায় এলাকার হাজার হাজার মানুষ আতঙ্কে বসবাস করছেন। জানা গেছে, বিগত ২০১৫ সালের ২৩ আগস্ট ভোরে স্মরণকালের ভয়াবহ বন্যায় আত্রাইয়ের ফুলবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ ভাঙ্গার পর মির্জাপুর নামক স্থানে আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক ভেঙ্গে আশপাশের এলাকার সমুদয় ফসল পানির নিচে তলিয়ে যায়। সেই সঙ্গে এলাকার শত শত পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করে। এতে আত্রাই-রানীনগর উপজেলার প্রায় ১৪ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়। প্রায় ২ মাস পরে বন্যার পানি নেমে যায়। এদিকে বন্যার পানি শুকিয়ে যাওয়ার ৬ বছর হলেও আজও ভাঙ্গন মেরামত করা হয়নি। এ ভাঙ্গন মেরামত না করায় যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাইপুর, ডাঙ্গাপাড়া, ফুলবাড়ি, উদনপৈ, মিরাপুরসহ বিভিন্ন এলাকার লোকজনকে সপ্তাহে দুইদিন শনিবার ও মঙ্গলবার ভবানীপুর-মির্জাপুর হাটে যাওয়ার জন্য এ পথ ব্যবহার করতে হয়। তাদের উৎপাদিত কৃষিপণ্য এ পথ দিয়েই হাটে বাজারজাত করতে হয়। বন্যায় বাঁধ বিধ্বস্ত হওয়ার পর থেকে তারা তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছে না। এদিকে এ বাঁধ মেরামত না করার ফলে আগামী বন্যা মৌসুমে আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক হুমকির সম্মুখীন হয়ে পড়বে বলে মনে করছেন এলাকার সচেতন মহল। এ ব্যাপারে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, বাঁধটি সংস্কার করার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
×