ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শিল্পনগরে হচ্ছে প্রথম পোশাকপল্লী

প্রকাশিত: ২১:৪৩, ২৩ ফেব্রুয়ারি ২০২১

বঙ্গবন্ধু শিল্পনগরে হচ্ছে প্রথম পোশাকপল্লী

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে হতে যাচ্ছে দেশের প্রথম পোশাকপল্লী। এরই মধ্যে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিকে (বিজিএমইএ) বরাদ্দ দেয়া জমিতে শুরু হয়েছে এ পোশাকপল্লী করার প্রক্রিয়া। পোশাকপল্লী গড়ার জন্য বিজিএমইএকে ৫০০ একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। বরাদ্দ দেয়া জমির মধ্যে ৩২১ একরজুড়ে গড়ে উঠবে শিল্পকারখানা। বাকি জমি বর্জ্য শোধনাগার ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ এবং লেকসহ বিভিন্ন পরিষেবা-সুবিধার জন্য ব্যবহার করা হবে। সেখানে মোট ৫৯টি কোম্পানি যাওয়ার কথা রয়েছে। প্রথম পর্যায়ে ৩৭ কোম্পানি যাচ্ছে। অন্য ২২ কোম্পানির সঙ্গে পরে চুক্তি হবে। এই পোশাকপল্লীতে সব মিলিয়ে ৩০০ কোটি ডলার বিনিয়োগের কথা রয়েছে, যা বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ২৫ হাজার কোটির সমান। বিজিএমইএ চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আতিক বলেন, ‘পোশাকশিল্পের জন্মস্থান চট্টগ্রাম। এখানে বন্দরের সুবিধা রয়েছে। দেশে উৎপাদিত সব পোশাক রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তাই চট্টগ্রামে পোশাকপল্লী হলে লাভবান হবেন উদ্যোক্তারা।’ মার্চে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে এসব কোম্পানির আলাদা আলাদা জমি লিজ চুক্তি হওয়ার কথা। চুক্তির পরপরই উদ্যোক্তারা শিল্পনগরে কারখানা স্থাপনের কাজ শুরু করবে। বিজিএমইএ মুন্সীগঞ্জের বাউশিয়ায় একটি পোশাকপল্লী করতে দুই যুগ ধরে চেষ্টা করে আসছিল। কিন্তু মালিকদের একাংশের অনীহার কারণে পোশাকপল্লির কাজ বেশি দূর এগোয়নি। বাউশিয়ায় পোশাকপল্লী স্থাপনে ব্যর্থ হওয়া বঙ্গবন্ধু শিল্পনগরে গ্যাস, বিদ্যুত, পানি, রাস্তাসহ সব ধরনের সুযোগ-সুবিধা ব্যবসায়ীদের এক বছরের মধ্যে দেয়ার প্রতিশ্রুতি দেয় সরকার। সেই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শিল্পনগরে যেতে রাজি হন পোশাকশিল্প মালিকেরা। আর সে কারণে দেশের প্রথম পোশাকপল্লী হতে যাচ্ছে পোশাকশিল্পের জন্মস্থান চট্টগ্রামে। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ‘বিজিএমইএ মুন্সীগঞ্জের বাউশিয়ায় একটি পোশাকপল্লী গড়ে তোলার চেষ্টা করেছিল। কিন্তু সেখানে তারা করতে পারেনি। আমরা তাদের আশ্বস্ত করেছি, বঙ্গবন্ধু শিল্পনগরে জমি-গ্যাস-বিদ্যুত ও পানিসহ সব ধরনের সুবিধা দেব। এতে তারা আশ্বস্ত হয়েছে। তাদের জন্য সব পরিষেবা প্রস্তুত। যেহেতু মুনাফা হবে আলাদা, প্লটও হবে আলাদা। তাই সবার সঙ্গে আলাদা আলাদা চুক্তি সই হবে।’ বঙ্গবন্ধু শিল্পনগরের পোশাকপল্লীতে সবচেয়ে বেশি জমি পাচ্ছে ইপিলিয়ন স্টাইল লিমিটেড। এর মধ্যে ইপিলিয়ন ৫ কোটি ডলার বিনিয়োগ করবে। ইপিলিয়ন স্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন জানান, তাদের কারখানায় ৭ হাজার মানুষের কর্মসংস্থান হবে। বঙ্গবন্ধু শিল্পনগরে যেতে আগ্রহী অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রাফিকস টেক্সটাইল, কলম্বিয়া গার্মেন্টস, ক্লিপটন কটন মিল, ভিজুয়াল নিটওয়্যার, প্যাসিফিক কটন ইত্যাদি।
×