ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শর্ত সাপেক্ষে কেন্দ্রীয় চুক্তি করবে বিসিবি

প্রকাশিত: ২০:২৭, ২২ ফেব্রুয়ারি ২০২১

শর্ত সাপেক্ষে কেন্দ্রীয় চুক্তি করবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এবার নতুন করে চুক্তি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাজও শুরু হয়েছে ইতোমধ্যে। তবে চুক্তির আগে ক্রিকেটারদের সঙ্গে কথা বলবে। ক্রিকেটারদের ইচ্ছা অনুসারে হবে ফরমেট ভিত্তিতে হবে কেন্দ্রীয় চুক্তি। সেখানে আগে থেকেই জানাতে হবে জাতীয় দলের খেলা চলাকালীন সময়ে অন্য কোন ফ্র্যাঞ্চাইজি আসরে খেলার কথা। চুক্তি হয়ে যাওয়ার পর আর নতুন করে কোন ফ্র্যাঞ্চাইজি আসরে খেলার অনুমোদন পাবেন না কোন ক্রিকেটার। আজ বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন এসব কথা বলেছেন। সাকিব আল হাসান এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতে ছুটি নেওয়ার পরই ক্রিকেটাঙ্গনে তোলপাড় শুরু হয়ে যায়। কারণ ওই সময়ে আছে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ২ টেস্টের সিরিজ। আগেই বিসিবি জানিয়েছিল, কোন ক্রিকেটারকে জাতীয় দলের হয়ে খেলার জন্য জোর করা হবে না। সবার জন্যই ইচ্ছা অনুসারে খেলার বিষয়টি উন্মুক্ত থাকবে। কারণ জোর করে খেলিয়ে ভাল কিছু পাওয়া যায় না। পাপন বলেন,‘টেস্ট খেলতে অনীহা সাকিবের আগেই দেখেছি। সে তো তিন বছর আগেই খেলতে চায়নি। জোর করে খেলিয়ে ফলও পাওয়া যাবে না। আমরা তো তাকে অধিনায়ক করলাম টেস্টের। তাতে লাভ কী হল? এমন হতেই পারে সবাই সব সংস্করণ উপভোগ নাও করতে পারে।’ তাই এবার কৌশলী হচ্ছে বিসিবি। গত কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল টেস্টের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যাচ্ছেন সাকিব। কিন্তু পাপন বললেন,‘না, সাকিবের চুক্তি নিয়ে কোন আলাপ আলোচনা হয়নি। এখন আমরা ওদের সাথে একটা চুক্তিতে যাব। চুক্তি তৈরি হবে। আমরা তো এখনও কোন চুক্তি তৈরি করিনি এ বছর। আমাদের চুক্তি শেষ হয়েছে, নতুন করে আমরা কিন্তু কোন চুক্তিতে যাই নি।’ চুক্তিটা কিভাবে হবে সেসব নিয়ে ইতোমধ্যেই বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে। এবার ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করবে বিসিবি। এ বিষয়ে পাপন বলেছেন,‘এবার নতুন কিছু বিষয় যোগ হবে। ওখানেও পরিষ্কার করে লেখা থাকবে, কে কোন ফরমেট খেলতে চায় তাদেরকে বলতে হবে। এটাও জানতে হবে ওই সময় তাদের যদি অন্য কোন জায়গায় অন্য কোন কিছু থাকে তখন তারা জাতীয় দলে খেলবে নাকি ওখানে। এরকম চুক্তিতে যারা স্বাক্ষর করবে তখন তো আমরা তাকে সেখানে যেতে দেব না। এতদিন এ বিষয়টি ছিল নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে, এখন এটা হবে সবার জন্য খোলা। তাই পরবর্তীতে বলার উপায় থাকবে না যে জোর করে খেলানো হচ্ছে, দিচ্ছে না যেতে। আমরা কাগজে কলমে লিখিত নিয়ে নিব।’ সাকিব ইস্যুতে এবং কিছু ক্রিকেটারের খেলতে অনীহা নিয়ে বেশ মন খারাপ পাপনের। তিনি এ বিষয়ে বলেছেন,‘প্রথম ৬ বছর ওদের ১২ থেকে ১৫ এভারেজ। তখন তো ওদের আমরা বাদ দেইনি। এরপরেও তো সময় দিয়েছি, সুযোগ দিয়েছি বলে তারা আজকে এ জায়গায় এসেছে। যে সময়টায় তারা দেশের জন্য কিছু করবে সে সময়টায় যদি ... এটা তাদের ইচ্ছা। আমরা এভাবে এখন সময় নষ্ট করতে চাই না। অনেকগুলো টেস্ট ম্যাচ হারার পরে খেলোয়াড়দের এটাই মনে হওয়া উচিত যে, বিশেষ করে সিনিয়র প্লেয়ারদের, আমরা পরবর্তী টেস্ট ম্যাচ জিতব, এটা না হয়ে যদি বলে আমি খেলব না। সেটাও ব্যক্তিগত কোন ব্যাপার নয়, অন্য আরেকটা ফ্র্যাঞ্চাইজি খেলার জন্য তখন এটা খুবই পরিষ্কার এদের দিয়ে খুব একটা বেশি কিছু করা যাবে বলে আমার মনে হয় না।’
×