ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিবকে নিয়ে মন খারাপ পাপনের

প্রকাশিত: ২০:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২১

সাকিবকে নিয়ে মন খারাপ পাপনের

স্পোর্টস রিপোর্টার॥ দীর্ঘ ১ বছর আইসিসির নিষেধাজ্ঞায় ছিলেন সাকিব আল হাসান। এবার ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলার মাধ্যমে তিনি ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট খেলেননি এবং সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগামী মাসে নিউজিল্যান্ডের মাটিতেও খেলতে যাবেন না। এর মধ্যে আবার এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতেও নিয়েছেন ছুটি। ওই সময় শ্রীলঙ্কা সফরে ২ টেস্ট রয়েছে বাংলাদেশের। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই তুমুল আলোচনা চলছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এই ইস্যূতে জানিয়েছেন, বিষয়টি বিব্রত করেনি কিন্তু তার মন খারাপ হয়েছে। বাংলাদেশ দলের অপরিহার্য ক্রিকেটার সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডার একের ভেতরে দুই এবং তার পরিবর্তে একাদশে দু’জন ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করতে হয়। এসব কথা বিভিন্ন সময় কোচ ও সতীর্থ ক্রিকেটাররা বলেছেন। কারণ সাকিব ব্যাট হাতেও আস্থা, বল হাতেও নির্ভরতা। কিন্তু সেই সাকিবকে ২০১৯ সালের নবেম্বর থেকে গত বছর নবেম্বর পর্যন্ত পায়নি বাংলাদেশ দল। এখন আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন, কিন্তু ইনজুরির কারণে ক্যারিবীয়দের বিপক্ষে পুরো সিরিজ শেষ করতে পারেননি। এর মধ্যেই আবার দুই সিরিজ থেকে ছুটি নিয়েছেন। সন্তান সম্ভবা স্ত্রীর জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেন সাকিব। কিন্তু এপ্রিলে আইপিএল খেলতে শ্রীলঙ্কা সফর থেকেও ছুটি নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এ বিষয়ে পাপন বলেন,‘না না, এখানে বিব্রত বলাটা ইস্যু না। বিব্রত ঠিক না, মন খারাপ। আমাকে যদি বলেন মন খারাপ।’ সাকিবের ছুটি চাওয়া নিয়ে বিসিবি প্রধানের মন খারাপের কারণ কি? তাকে তো ছুটিই দিয়েছে বিসিবি আলোচনা করে। পাপন বলেন,‘ একটা খেলোয়াড়ের পেছনে কম বিনিয়ো করি না। বোর্ড ১০-১৫ বছরে ধরে যে বিনিয়োগ করে এটা আপনাদের সবকিছু জানা আছে কিনা তাও জানি না।’ তাছাড়া শুধু সাকিব নয়, সব ক্রিকেটারের জন্যই এখন থেকে কোন বাঁধাধরা নিয়ম রাখবে না বিসিবি। পাপন বলেন,‘এটা এর আগেও যে হয়নি তা না। এখন আমাদের মনমানসিকতা একেবারেই পরিষ্কার। কাউকে আমরা আর জোর করে রাখব না। আমরা কাউকে জোর করে কোথাও পাঠাব না, যারা খেলতে চায় না তারা খেলবে না। আমরা চাই সবাই খেলুক। তবে কারো যদি জাতীয় দলের চাইতে অন্য কোথাও খেলতে ভাল লাগে তাহলে তারা যেতে পারে, কোন বাঁধা নেই। এই বার্তাটা সবার জন্য, কেবল সাকিব আল হাসানের জন্য না।’ আর সে কারণেই মুস্তাফিজুর রহমানের ব্যাপারেও তার ওপরই সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছে বিসিবি। বাঁহাতি এ পেসারও এবার আইপিএলে রাজস্থান রয়্যালসে ঠাঁই পেয়েছেন। পাপন বলেন,‘মুস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা করতে। আমাকে বলেছে সে আইপিএলে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি দেখ এখানে আমার কিছু বলার নাই। তুমি যদি খেলতে চাও, ওখানে যেতে চাও, আমাদেরকে একটা চিঠি দিয়ে দাও। আমরা তোমাকে আটকাবনা। বার্তাটা সবার জন্য একদম পরিষ্কার। এটা সাকিবের জন্য কোন সিদ্ধান্ত নিচ্ছি না। এটা সবার জন্যই সমান।’
×