ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রহমতগঞ্জে দেশি-বিদেশের নামী-দামী কোম্পানীর নকল প্রসাধনীর কারখানা সন্ধান

প্রকাশিত: ১৯:১০, ২২ ফেব্রুয়ারি ২০২১

রহমতগঞ্জে দেশি-বিদেশের নামী-দামী কোম্পানীর নকল প্রসাধনীর কারখানা সন্ধান

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার রহমতগঞ্জে হাজী বাল্লু রোডে ‘নিধি কসমেটিকস’ নামে এমন একটি কারখানায় দেশি-বিদেশের নামী-দামী কোম্পানীর নকল প্রসাধনীর কারখানা সন্ধান মিলেছে। সোমবার র‌্যাব ও বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। পরে এসব নকল প্রসাধনী তৈরী ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাকে দুই মাসের জেল, ৬ লাখ টাকা জরিমানা ও তবে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ নাসিম পালিয়ে যায়। পরে দোতালার এই কারখানাটি সিলগালা করে দেয়া হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, সোমবার দুপুওে গোপন সংবাদের ভিত্তিতে পুরান ঢাকার রহমতগঞ্জে হাজী বাল্লু রোডে ৩১/৬/২ নম্বর ভবনের দ্বিতীয় তালায় নকল প্রসাধনী কারখানা অভিযান পরিচালনা করে র‌্যাব-৩ ও বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত। অভিযানে ছোট ভবনে ঘণ্টায় তৈরি হয় কয়েক হাজার পিস রঙ ফর্সাকারী ক্রিম। তিব্বত, নোভা, ফেয়ার এ্যান্ড লাভলির আদলে নিধি এ্যান্ড লাভলি, এমনকি ভারতের বহু নামিদামি রঙ ফর্সাকারী ব্র্যান্ডের নকল ক্রিম তৈরি হতো এখানে। পরে বিভিন্ন ব্র্যান্ডের নকল কসমেটিকম রাজধানীর চকবাজারসহ সারাদেশে সরবরাহ করা হতো। অভিযানে সেখান থেকে প্রায় ৩০ লাখ টাকা নকল প্রসাধনী পন্য ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে তারা চকবাজার থেকে শুরু করে সারাদেশে সব কসমেটিকস বিক্রি করতো। তবে আমরা এর মালিককে গ্রেফতার করতে পারিনি। খবর পেয়ে আগেই তিনি পালিয়ে গেছেন। তিনি জানান, তিন-চার বছর ধরে তারা এখানে এ কার্যক্রম চালাচ্ছে। তাদের বিএসটিআই সিল নেই, তাদের কোনো প্রসাধনী আসল নয়। তাদের ল্যাব নেই, কেমিস্ট নেই। বিএসটিআইয়ের কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, তারা প্রচুর কেমিক্যাল ব্যবহার করছে। যা অত্যন্ত মারাত্মক। তারা মারকারি দিয়ে ক্রিম বানায়। এতে রঙ সাময়িকভাবে ফর্সা হলেও পরবর্তীতে বিভিন্ন চর্মরোগ, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। এ সময় সেখানে প্রচুর নকল প্রসাধনী, প্রসাধনী বানানোর যন্ত্র, কেমিক্যাল জব্দ করে র‌্যাব। পাশাপাশি ৩১/৬/২ বাসাটির দ্বিতীয় তালায় কারখানাটি সিলগালা করা হয়েছে।
×