ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

প্রকাশিত: ১৭:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দরের কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পড়ে যায়। এতে ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে কেউ গুরুতর আহত হননি বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষীপুর হতে ঢাকাগামী (ঢাকা মেট্রো-জ-১৪-২৫১২) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাকবলিত বাসের সামনের কিছু অংশ খাদের পাানিতে ডুবে যায়। এতে যাত্রীরা আতঙ্কে তাড়াহুড়া করে যাত্রীবাহী বাস থেকে বের হতে গিয়ে ভাঙ্গা কাঁচের আঘাতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
×