ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনার পর ইউনাইটেড এয়ারলাইনসের ২৪ ফ্লাইট উড্ডয়ন বন্ধ

প্রকাশিত: ১৪:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২১

দুর্ঘটনার পর ইউনাইটেড এয়ারলাইনসের ২৪ ফ্লাইট উড্ডয়ন বন্ধ

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স এর একটি বোয়িং ৭৭৭ বিমানের ইঞ্জিন বিকল হওয়ার কারণে ২৪টি উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। খবরে বলা হয়, গত শনিবার (২০ ফেব্রুয়ারি) আকাশে ওড়ার পর ইউনাইটেড এয়ারলাইনসের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজের ইঞ্জিনে আগুন লেগে যন্ত্রাংশ ঘরবাড়ির ওপর খসে পড়ে। এরপর ইউনাইটেড এয়ারলাইনস এ সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ‌্য, শনিবার যুক্তরাষ্ট্রের ডেনভার থেকে হাওয়াই যাওয়ার পথে ইউনাইটেড এয়ারলাইনসের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজের দুই ইঞ্জিনের একটি বিকল হয়ে যায়। এরপর ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ খসে পড়ে। পরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। এতে রক্ষা পান ২৪১ জন আরোহী। বিবিসি জানায়, এ ঘটনার প্রতিক্রিয়ায় জাপান বলেছে যেসব এয়ারলাইন্স বোয়িং ৭৭৭ উড়োজাহাজে প্র্যাট অ্যান্ড হুইটনি ৪০০০ ইঞ্জিন ব্যবহার করছে, এসব বিমান যেন তাদের আকাশসীমা এড়িয়ে চলে। বোয়িং বলেছে, তারা জাপানের সিদ্ধান্তকে সমর্থন করে এবং একই ইঞ্জিন সম্বলিত বোয়িং ৭৭৭ এর সব কার্যক্রম তারা স্থগিত করার সুপারিশ করেছে। এর মধ্যে ইঞ্জিন ব্যর্থতার ওই ঘটনা খতিয়ে দেখতে তদন্ত চলছে। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, বর্তমানে এই ইঞ্জিনটিসহ বিশ্বব্যাপী ৬৯ টি বোয়িং ৭৭৭ সেবায় রয়েছে।
×