ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাবিতে এবার তালা ভেঙে হলে ঢুকলেন ছাত্রীরা

প্রকাশিত: ১৪:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২১

জাবিতে এবার তালা ভেঙে হলে ঢুকলেন ছাত্রীরা

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন গেরুয়া গ্রামবাসীদের সাথে সংঘর্ষের জেরে গত শনিবার সবগুলো হলের তালা ভরঙে দেয় শিক্ষার্থীরা। ছেলেদের আটটি হলে শিক্ষার্থীরা অবস্থান করলেও পরবর্তীতে মেয়েদের আটটি হলে তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার তালা ভেঙে হলে উঠেছে ছাত্রীরা। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের দিকে একটি বিক্ষোভ মিছিল নিযে আসে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে মেয়ারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের তালা ভেঙে হলে প্রবেশ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রীরা হলে অবস্থান করেছে। মিছিলের পূর্বে শিক্ষার্থীরা জানান, প্রশাসন থেকে দেয়া হল ত্যাগের প্রজ্ঞাপন তারা প্রত্যাখান করেছে।
×