ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বলিউডে অনেকের ‘চোখের বালি’ ছিলেন প্রিয়াঙ্কা

প্রকাশিত: ১২:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২১

বলিউডে অনেকের ‘চোখের বালি’ ছিলেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পদ্মশ্রীসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। হলিউডে অভিনয় করেও খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা মোটেও সহজ ছিল না। বলা যায়, বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা শুরু থেকেই অনেকের ‘চোখের বালি’ ছিলেন বলে মন্তব্য করেছেন তার ম্যানেজার অঞ্জুলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার ম্যানেজার অঞ্জুলা বলেন—‘‘মনে আছে আমি যখন প্রথম প্রিয়াঙ্কার সঙ্গে চুক্তি করেছিলাম, তখন অনেকে বিশেষ করে অনেক ভারতীয় নেতিবাচক মন্তব্য করেছিলেন। নিউ ইয়র্কে আমার বন্ধু মণীশ গোয়েলের বাড়িতে ডিনারে গিয়েছিলাম, সেখানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশকিছু বিশিষ্ট ব্যক্তি প্রিয়াঙ্কার বিষয় নেতিবাচক মন্তব্য করেছিলেন। তারা বলেছিলেন, ‘প্রিয়াঙ্কা কখনো কাজ করতে পারবে না। আমি কেন আমার সময় নষ্ট করছি।’’ বলিউডের অনেকে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ না করার কথা বললেও আত্মবিশ্বাসী ছিলেন অঞ্জুলি। তা জানিয়ে প্রিয়াঙ্কার ম্যানেজার বলেন—‘এসব কথা শুনে তখন সত্যিই খুব খারাপ লেগেছিল। একবার মনে হয়েছিল সত্যিই কি আমি আমার সময় নষ্ট করছি? তবে আমার আত্মবিশ্বাস টলে যায়নি। আমি একটা অলীক স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বলিউড থেকে প্রিয়াঙ্কাকে হলিউডে আনা কি ঠিক হচ্ছিল? তবে প্রিয়াঙ্কার চোখ দুটো যখন দেখলাম, তখন আমার বিশ্বাস হলো। প্রিয়াঙ্কাকে না বলা যায় না, তাকে আটকে রাখা যায় না।’ গায়িকা হিসেকে নিজেকে প্রথম আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কাকে উপস্থাপন করেন। ২০১২ সালে প্রথম মুক্তি পায় তার প্রথম সিঙ্গেল গান ‘ইন মাই সিটি’। ‘এক্সটিক’ ও ‘আই কান্ট মেক ইউ লাভ মি’ গান দুটো পরে মুক্তি পায়। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি শো ‘কোয়ান্টিকো’-তে অভিনয়ের মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন প্রিয়াঙ্কা। তার পরের গল্প সবারই জানা। গত ৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে প্রিয়াঙ্কার আত্মজীবনী ‘আনফিনিশিড’। বইটিতে প্রিয়াঙ্কা তার জীবনের অভিজ্ঞতা, দুঃখ, সমাজ ও পক্ষপাতিত্বে ভরা বলিউড থেকে হলিউড জার্নির গল্পও তুলে ধরেছেন।
×