ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিটকয়েন, ইথেরিয়ামের দাম বেশিই মনে হচ্ছে ॥ মাস্ক

প্রকাশিত: ১১:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০২১

বিটকয়েন, ইথেরিয়ামের দাম বেশিই মনে হচ্ছে ॥ মাস্ক

অনলাইন ডেস্ক ॥ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্য এখন বেশিই মনে করছেন টেসলা প্রধান ইলন মাস্ক৷ মার্কিন ধনকুবের এমন সময়ে এই মন্তব্য করলেন, যখন ক্রিপ্টোকারেন্সির মূল্য নতুন রেকর্ড গড়েছে৷ প্রতি বিটকয়েনের দাম ছাড়িয়েছে ৫০ হাজার মার্কিন ডলার৷ এতে বিটকয়েনের সর্বমোট বাজার মূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ টেসলা প্রধানের সাম্প্রতিক টুইট বার্তাগুলো ডিজিটাল এই মুদ্রার দাম বাড়াতে সহায়তা করেছে৷ ওইসব টুইটে ক্রিপ্টোকারেন্সির প্রতি নিজের ও প্রতিষ্ঠানের সমর্থন প্রকাশ করেছেন মাস্ক৷ এক টুইটার গ্রাহক সম্প্রতি মন্তব্য করেন, ক্রিপ্টোকারেন্সি এবং প্রথাগত মুদ্রা উভয়ের চেয়ে স্বর্ণ ভালো৷ ওই টুইটের জবাবেই মাস্ক বলেন, এখন ক্রিপ্টোকারেন্সির মূল্য তার চোখে বেশিই মনে হচ্ছে৷ চলতি সপ্তাহের শুরুতে এক টুইটে মাস্ক বলেছেন, অর্থ হলো শুধু ডেটা, যা আমাদের জটিলতা কমায়৷ তাই বলা যায়, বিটকয়েন এবং ইথেরিয়ামের দাম বেশিই মনে হচ্ছে। ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্যের দিক থেকে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথেরিয়াম৷ সম্প্রতি দেড়শ' কোটি মার্কিন ডলারের বিটকয়েন কিনেছে টেসলা৷ এতে ডিজিটাল মুদ্রায় আগ্রহ বেড়েছে মূল ধারার বিনিয়োগকারীদের মধ্যে৷
×