ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইমতিয়াজ সুলতান ইমরান

বাংলাভাষা চেনা

প্রকাশিত: ২০:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২১

বাংলাভাষা চেনা

ভারতবর্ষ ভাগ হবার পর পশ্চিম পাকিস্তানী বলতে থাকে উর্দু হবে রাষ্ট্রভাষার বাণী। পূর্ববাংলা বুঝতে পারে পাকিস্তানীর ফন্দি বীর বাঙালী নেয়নি মেনে ওদের সাথে সন্ধী। ফেব্রুয়ারির একুশ তারিখ বাংলাভাষার আশায় সালাম জব্বার বরকত রফিক বুকের রক্ত ভাসায়। প্রাচীন মধ্য আধুনিক যুগ ছিল সংগ্রামশীল রক্ত এবং ত্যাগে পেলাম বাংলা অনাবিল। মাইকেল, বঙ্কিম, মীর মোশাররফ কায়কোবাদ, নজরুল বলেন তাঁরা মায়ের ভাষার হয় না কোনো তুল। রবীন্দ্রনাথ বাংলার কবি নোবেল পাবার পর বাংলাভাষা চিনতে পারে বিশ্ববাসীর ঘর।
×