ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাহিদুল ইসলাম

চাষি

প্রকাশিত: ২০:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২১

চাষি

রোদের সাথে পাল্লা দিয়ে এই ছেলেটি ওঠে এই ছেলেরই দুটি হাতে শস্য-কমল ফোটে। এই ছেলেটির কাঁধে জোয়াল হাতে বাঁশের বাঁশি এই ছেলেটির মুখে থাকে সদা সুখের হাসি। বৃষ্টি ধারা ঝরে পরে এই ছেলেটির গায়ে এই দেশেরই সোনা মাটি লেগে থাকে পায়ে। মাটির সাথে খেলা যে তার গ্রীষ্ম বর্ষা শীতে সোনার ফসল ফলায় সে যে মাটির বনানীতে। এই ছেলেটি সবার চেনা সবাই ভালোবাসি বাংলা মায়ের দামাল ছেলে সবার প্রিয় চাষি।
×