ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাফুফেকে হাইজেনিক সামগ্রী দেবে টামপাকো গ্রুপ

প্রকাশিত: ১৯:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২১

বাফুফেকে হাইজেনিক সামগ্রী দেবে টামপাকো গ্রুপ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হাইজেনিক পার্টনার হিসেবে টামপাকো গ্রুপ-এর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকার পান্থপথে অবস্থিত এনভয় টাওয়ারে অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় বাফুফে কর্তৃক আয়োজিত সব ফুটবল প্রতিযোগিতাসমূহ, জাতীয় ফুটবল দল (পুরুষ ও মহিলা)-এর আবাসিক ও অনাবাসিক ক্যাম্প এবং বাফুফের অন্যান্য সব কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী টামপাকো গ্রুপ হাইজিন সামগ্রী সরবরাহ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ; টামপাকো গ্রুপ-এর পক্ষে ম্যানেজিং ডিরেক্টর সাফিউস সামি আলমগীর, ডেপুটি জেনারেল ম্যানেজার (ফাইনান্স) কাজী নাঈম উদ্দিন, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস্ এ্যান্ড মার্কেটিং) জাকির হোসেন, সহকারী ম্যানেজার (এ্যাডমিন) মীর আহসান হাবিব, সহকারী ম্যানেজার (সাপ্লাই চেইন) এসএম ইব্রাহিম। টামপাকো গ্রুপ-এর ক্লিনঅল হ্যান্ড স্যানিটাইজার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ফর্মুলা অনুসরণ করে প্রস্তুত, বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ দ্বারা পরীক্ষিত।
×