ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ সুযোগ দিচ্ছে পিএফইসি গ্লোবাল

প্রকাশিত: ২০:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০২১

বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ সুযোগ দিচ্ছে পিএফইসি গ্লোবাল

ফারিহা বেগম, PFEC Global এর কান্ট্রি ডিরেক্টর। শিক্ষা নিয়ে তার কর্মকান্ড দীর্ঘদিনের, পড়াশোনা করেছেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্যে। পড়াশোনা শেষে প্রথম চাকরি করেন হলিক্রস কলেজে। এরপর চাকরি জীবনের আরেক ধাপে কাজ করেছেন বাইরে পড়াশোনা নিয়ে কাজ করা নাম করা একটি প্রতিষ্ঠানে। PFEC Global বাংলাদেশের কার্যক্রম নিয়ে তিনি বলেন, ২০০৬ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়ে বর্তমানে সিডনি, এ্যাডিলেড, পার্থ ও ব্রিসবেনে বিস্তৃত। বাংলাদেশে ২০১৩ তে আমরা কাজ শুরু করি চট্টগ্রাম এবং ঢাকাতে। মূলত অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ এবং মালয়েশিয়াতে উচ্চশিক্ষার বিষয়ে বিদেশগামী শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও অন্যান্য পদক্ষেপে সহযোগিতা করছি। আমাদের সেবাগুলো হলো- শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা প্রদান, শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুঁজে দেয়ার ব্যাপারে সহায়তা প্রদান, এ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে সহায়তা এবং কাগজপত্র গোছানোর নির্দেশনা এবং ভিসার আবেদন জমাদানে সহায়তা করা কোন ধরনের সার্ভিস চার্জ ছাড়াই। কোভিড- ১৯ সারা পৃথিবীর এই পড়াশোনা খাতে কতটা আঘাত করল এমন প্রশ্নের উত্তরে এই তিনি বলেন, ‘বলতে পারেন পুরো সেক্টরটাকে নাড়িয়ে দিয়েছে এই কোভিড-১৯। আমরা সবাই নতুন ভিন্নভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। যেমন আমরা পুরো প্যানডেমিক সময়ে অস্ট্রেলিয়া আর কানাডা এর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে PFEC Global ফেসবুক পেজের মাধ্যমে লাইভ করেছি। শিক্ষার্থীরা যাতে স্বপ্নগুলোকে বাস্তবে নিতে পারে তাই আমরা ৩৬এর আধিক বিশ্ববিদ্যালয় এবং কলেজ নিয়ে ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করেছি যার মাধ্যমে শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেন্টটিভদের সঙ্গে সরাসরি পরামর্শ করেছেন। এই সম্পূর্ণ ইভেন্টটি প্যানডেমিকের জন্য ভার্চুয়ালই আয়োজন করা হয়েছিল। তাই শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে অংশগ্রহণ করেছেন এবং ভার্চুয়াল পরামর্শ নিয়েছেন। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি দিকেও অগ্রসর হয়েছে। আমরা দেখেছি সরকার যেমন এইচএসসি পরীক্ষা নিতে পারেনি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও বেশ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে যে কবে থেকে শুরু হবে ভর্তির আয়োজন শুরু করতে পারবে। আর যারা বাইরে পড়ার স্বপ্ন দেখছে তাদের সবাই একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু Online Mode of Studies এর কারণে চ্যালেঞ্জটা একটু সহজ হয়েছে। Online Mode of Studies যেটাকে আমরা নিউনর মাল হিসেবে ধরে কাজ করছি যেটা বাইরের পৃথিবীতে আগে থেকেই স্বাভাবিক। তারা ১৫-২০ বছর আগে থেকেই উন্নত হওয়াতে বড় কোন পরিবর্তন সেখানকার শিক্ষার্থীদের হয়নি। তাই বাইরের পৃথিবীতে সম্পূর্ণভাবে সব থমকে যায়নি এবং এই Online Mode of Studies মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থীরা বিদেশী বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করে যাচ্ছে। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়ের প্যানডেমিক জন্য কি ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে জানতে চাইলে তিনি বলেন ‘বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের টিউশন ফি ২০২১ বৃদ্ধি করে নাই। কিছ কিছু বিশ্ববিদ্যালয় প্যানডেমিক এর জন্য ১০% পর্যন্ত রিমোট লার্নিং যোগ করেছে এবং শিক্ষার্থীরা আনলাইন লেখা পড়া শুরু করলেও Post study work right এর উপরে কোন প্রভাব ফেলবে না। শুধু তাইই নয় প্রতি শিক্ষার্থীকে ৩ সপ্তাহ ট্রায়াল পিরিয়ড দেয়া হচ্ছে ক্লাসের ক্ষেত্রে, ৩ সপ্তাহ পর যদি কোন শিক্ষার্থী কোন অসুবিধা অনুভব করে তবে যে কোন আর্থিক পেনাল্টি ছাড়াই শিক্ষার্থী কোর্স পেছাতে পারবে ।’ তরুণদের জন্য সফল এই নারী বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান PFEC Global সব সময় তরুণদের সঙ্গে থাকবে। বর্তমান সময়েও প্রচুর স্টুডেন্ট আমাদের মাধ্যমে তার স্বপ্নের প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হচ্ছে। দেশে বসেই সেমিস্টার শুরু করছে এবং অনেকেই অনেক দেশে সরাসরি যাবার প্রস্তুতি নিচ্ছেন।’ PFEC Global (৫ম তলা), সিমাব্লসমটাওয়ার, ধানম‍ন্ডি রোড ২৭, ঢাকা-১২০৯, ফোন : ০১৭৩০৭৮৫৪৫৬, https://www.pfecglobal.com.bd/, ফেসবুক : https://www.facebook.com/PFEC.Studyabroad ক্যাম্পাস ডেস্ক
×