ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গী থেকে ২৬ লাখ করোনা টিকা ৩৪ জেলায় পাঠানো শুরু

প্রকাশিত: ২০:৩৩, ২৮ জানুয়ারি ২০২১

টঙ্গী থেকে ২৬ লাখ করোনা টিকা ৩৪ জেলায় পাঠানো শুরু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গী বেক্সিমকো ওষুধ কারখানায় রাখা করোনা ভাইরাসের টিকা বাংলাদেশের প্রতিটা জেলায় পাঠানো শুরু করেছে ওষুধ প্রশাসন। টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি শাহ্ আলম জনকণ্ঠকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কড়া নিরাপত্তা ব্যবস্হায় এ কার্যক্রম শুরু করেছে বেক্সিমকো ওষুধ কারখানা কর্তৃপক্ষ ও স্হানীয় প্রশাসন। ভারত থেকে আাসা ৫০ লাখ টিকা এখানে রক্ষিত ছিল। বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ২৬ লাখ ৪ হাজার ডোজ টিকা দেশের ৩৪ টি জেলায় পাঠানো শুরু হয়েছে। টঙ্গীর বেক্সিমকো কারখানা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত ফ্রিজার গাড়ী করে টিকা গুলো পাঠানো হবে। ওসি শাহ্ আলম আরো জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৩৪ টি জেলা প্রশাসনের কাছে টিকার ডোজ পৌছানোর খবর আগেই অবহিত করা হয়েছে। গাজীপুর অংশ পর্যন্ত টিকার গাড়ী গুলোকে পুলিশের স্কটে অন্য জেলা পুলিশের কাছে পৌঁছে দেবে পুলিশের দল। এমনি ভাবে গাজীপুর মহানগর পুলিশ শুক্রবার ভোর রাত পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাবে। টঙ্গী চেরাগআলী বেক্সিমকো ওষুধ কারখানা থেকে করোনা টিকার প্রথম চালান পাঠানোর সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, আহমেদ ইমরানুল হক, মাহবুব আলম, কাজী নাদিম আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের উপ পুলিশ কমিশনার ইলতুৎমিশ, টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ্ আলম, তদন্ত জাহিদুল ইসলাম প্রমূখ। যে ৩৪ টি জেলায় করোনার টিকা গুলো পাঠানো হচ্ছে সেগুলো হচ্ছে, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, বিবাড়িয়া, হবিগব্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নরসিংদী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, পাবনা, নাটোর, রাজশাহী, চাপাইনবয়াবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, ও জয়পুরহাট। শুক্রবার স্হানীয় জেলা গুলোর সিভিল সার্জনগন করোনার টিকা গুলো নিজ দায়িত্বে প্রশাসনের সহায়তায় গ্রহন করবেন।
×