ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে স্ত্রীর পরকীয়া জেনে ফেলায় স্বামীকে খুন করেছে প্রেমিক ও তার বন্ধুরা

প্রকাশিত: ২০:৩০, ২৮ জানুয়ারি ২০২১

গাজীপুরে স্ত্রীর পরকীয়া জেনে ফেলায় স্বামীকে খুন করেছে প্রেমিক ও তার বন্ধুরা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে স্ত্রীর পরকীয়া জেনে ফেলায় স্বামীকে খুন করেছে প্রেমিক ও তার বন্ধুরা। এ ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার প্রায় ৪বছর পর এ হত্যার রহস্য উম্মোচন করেছে পিবিআই। বৃহষ্পতিবার বিকেলে গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতের নাম আব্দুল মালেক (৩)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকার তমিজ উদ্দিনের ছেলে। পিবিআই এর পুলিশ সুপার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকার মৃত মহর আলীর ছেলে অটো রিক্শা চালক আব্দুর রহিমের স্ত্রীর পাশর্^বর্তী দক্ষিণ সালনা এলাকার মৃত চান মিয়ার ছেলে আলমগীরের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি আব্দুর রহিম জেনে ফেলে। আলমগীর স্থানীয়ভাবে প্রভাবশালী। অবৈধ সম্পর্কের সংবাদটি প্রকাশ হলে মানসম্মানহানি হওয়ার আশংকায় প্রেমিকার স্বামীকে হত্যার পরিকল্পনা করে আলমগীর। পরিকল্পনানুযায়ী ২০১৭ সালের ১৩এপ্রিল রাতে আলমগীর তার বন্ধু লিটনের মাধ্যমে কৌশলে রহিমকে ডেকে এনে আব্দুল মালেক ও নাসিরের সহযোগীতায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্বজনরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরদিন উন্নত চিকিৎসার জন্য রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এঘটনায় নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। জয়দেবপুর থানা ও জিএমপির সদর থানা পুলিশ প্রায় সোয়া দুই বছর তদন্ত শেষে আদালতে মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। পরবর্তীতে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই’র গাজীপুর জেলাকে নির্দেশ প্রদান করেন। এরপ্রেক্ষিতে মামলাটি তদন্তকালে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সালনা এলাকা হতে আব্দুল মালেককে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারকৃতকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এর আগে প্রেমিক আলমগীরকেও গ্রেফতার করা হয়। এরপ্রেক্ষিতে ঘটনার প্রায় ৩বছর সাড়ে ৮মাস পর চাঞ্চল্যকর আব্দুর রহিম হত্যার রহস্য উন্মোচন হয়েছে।
×