ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনাতলা নদীর তেগাছিয়া-নীলগঞ্জ খেয়াঘাটটির বেহাল দশা

প্রকাশিত: ১৩:৩২, ২৮ জানুয়ারি ২০২১

সোনাতলা নদীর তেগাছিয়া-নীলগঞ্জ খেয়াঘাটটির বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ তেগাছিয়া খেয়াঘাটে নৌকায় ওঠার নদীপাড়ের সড়কটি ভেঙ্গে একাকার হয়ে গেছে। এখন মানুষের খেয়া পারাপারে চরম দূর্ভোগ হচ্ছে। কাঁদায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। যানবাহন নিয়ে পড়তে হয় চরম বিপাকে। বছরের পর বছর সরকারী রাজস্ব আদায়ের জন্য খেয়াটি ইজারা দেয়া হলেও জনস্বার্থে ঘাটটি সংস্কার করা হয়না। সোনাতলা নদীতে মিঠাগঞ্জের তেগাছিয়া পয়েন্টে এ খেয়াটির অবস্থান। খেয়াটি পার হয়ে নীলগঞ্জের উপর দিয়ে পাখিমারা বাজার হয়ে শত শত মানুষ প্রতিদিন উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু জনদূর্ভোগ লাঘবে কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়না। আন্ত ইউনিয়ন যোগাযোগের এ খেয়াটি খুবই গুরুত্বপূর্ণ। মানুষের খেয়া নৌকায় ওঠা-নামার দূর্ভোগ ছাড়াও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসনের সর্বশেষ টোল রেট অনুসারে যাত্রী প্রতি চার টাকা এবং মোটরসাইকেল প্রতি আট টাকা খেঁয়াভাড়া নেয়ার বিধান রয়েছে। এছাড়া হাতে বহনযোগ্য মালামালের কোন ভাড়া আদায়ের সুযোগ নেই। কিন্তু যাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে আদায় করা হয় ১০ টাকা। মোটর সাইকেল ২০ টাকা। এছাড়া মালামালের ক্ষেত্রেও অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। স্থানীয় ভূক্তভোগী মানুষ খেয়া পারাপারে যথাযথ ভাড়া নিশ্চিত করার পাশাপাশি ঘাটটি মেরামতের দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বিষয়টি জেনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
×