ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিস্ফোরণে কাঁপল রিয়াদ

প্রকাশিত: ০০:০২, ২৮ জানুয়ারি ২০২১

বিস্ফোরণে কাঁপল রিয়াদ

ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে এই বিস্ফোরণে শহরের অনেক বিল্ডিংয়ের জানালার কাঁচ ভেঙে পড়ে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপের পর থেকে প্রায়ই প্রতিবেশী দেশটির দিক থেকে আসা বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করে আসছে সৌদি আরব। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এসব হামলা চালায় বলে দাবি করে রিয়াদ। গত শনিবারও একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করে সৌদি আরব। ইয়েমেন সরকারের পক্ষ নিয়ে যুদ্ধে জড়ানো সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়, রিয়াদের দিকে আসতে থাকা একটি রকেট প্রতিহত করা হয়েছে। তবে হুতি বিদ্রোহীদের দাবি, এর সঙ্গে তাদের কোন সংশ্লিষ্টতা নেই। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর জানায় এ ঘটনায় ফ্লাইট বিলম্বিত হয়েছে। -আলজাজিরা
×