ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটন ও রোমে খালিস্তানীদের বিক্ষোভ

প্রকাশিত: ০০:০১, ২৮ জানুয়ারি ২০২১

ওয়াশিংটন ও রোমে খালিস্তানীদের বিক্ষোভ

ভারতের কৃষি আইন বাতিল নিয়ে দিল্লীতে মঙ্গলবারের তাণ্ডবের মধ্যে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে খালিস্তান পন্থীরা। হাতে ব্যানার, মুখে স্লোগান। খালিস্তানী সমর্থকদের দাবি আমরা চাষী, জঙ্গী নই। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধেও এদিন একাধিক স্লোগান তোলা হয় ভারতীয় দূতাবাসের সামনে। এখানেই শেষ নয়, ইতালির রোমে ভারতীয় দূতাবাসে ওড়ানো হয় খালিস্তানী পতাকা। জানানো হয় ভারতে কৃষকদের বিক্ষোভের সমর্থনেই এই পদক্ষেপ। এক ভিডিওতে দেখা গেছে, রোমে সমর্থকরা খালিস্তানী পতাকা ওড়াচ্ছেন ও ‘খালিস্তানী জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছেন। পরে খালিস্তানপন্থীরা ভারতীয় সংবিধানের একাধিক কপি নষ্ট করে মাটিতে ফেলে দেয়। রীতিমতো ছিঁড়ে ফেলা হয়। -ওয়েবসাইট
×