ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেখেয়ালি হচ্ছে শিশু

প্রকাশিত: ২৩:৫৯, ২৮ জানুয়ারি ২০২১

বেখেয়ালি হচ্ছে শিশু

অতিমাত্রায় টাচস্ক্রীন প্রযুক্তি ব্যবহারকারী শিশুরা তাদের সমবয়সী অন্য শিশুর চেয়ে খুব সহজেই বেখেয়ালি বা অন্যমনস্ক হয়ে পড়তে পারে। কাজেই এ শিশুদের পথভ্রষ্ট হওয়ার ঝুঁকি বেশি। নতুন একটি গবেষণায় দেখা গেছে, এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন, আইপ্যাড ও ল্যাপটপ প্রযুক্তি ব্যবহারকারী শিশুরা অতি সহজে বিপথে চলে যেতে পরে। মঙ্গলবার সায়েন্টিফিক রিপোর্টসে গবেষণাকর্মটি প্রকাশ করা হয়েছে। গবেষকরা জানান, ১২, ১৮ ও ৪২ মাসের যে সব শিশু বাসায় দিনের অনেকটা সময় টাচস্ক্রীন প্রযুক্তির সঙ্গে কাটায়। তাদের পিতা-মাতারা জানিয়েছেন ওইসব শিশুকে সহজেই কম্পিউটার বা অন্য যে কোন নতুন জিনিস দিয়ে আকৃষ্ট করা সম্ভব। অন্যদিকে গবেষণামূলক এই পরীক্ষায় উঠে এসেছে, যেসব শিশু এ ধরনের প্রযুক্তির সঙ্গে তুলনামূলক কম পরিচিত বা একেবারেই পরিচিত নয়, অর্থাৎ টাচস্ক্রীন খুব কম ব্যবহার করে বা পুরোপুরি করেই না, তারা সহজেই বিপথগামী হয় না বা তাদের এই ঝুঁকিটা অনেক কম। ফলে এদের খুব সহজে প্রভাবিত করা সম্ভব নয়। এক বিবৃতিতে এই গবেষণাকর্মের সহ-লেখক তিম স্মিথ বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাচ্চাদের স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহার মাত্রাতিরিক্ত বেড়ে গেছে।’ লন্ডন বিশ্ববিদ্যালয়ের ব্রেন এ্যান্ড কগনেটিভ ডেভেলপমেন্ট সেন্টারের অধ্যাপক স্মিথ আরও বলেন, ‘প্রথম কয়েক বছর শিশুর জন্য খুবই জটিল সময়। এই দিনগুলোতে তারা তাদের মনোযোগ ও অমনোযাগের বিষয়গুলো ধীরে ধীরে শিখতে শুরু করে।’ এদিকে গবেষণায় উঠে এসেছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৭০ শতাংশ পরিবারের প্রায় সব শিশু-কিশোর টাচস্ক্রীন ব্যবহার করে। গবেষণার প্রয়োজনে স্মিথ ও তার সহকর্মীরা ১২, ১৮ ও ৪২ মাস বয়সী ৩৮টি শিশুর ওপর পরীক্ষা চালান। এদের প্রায় প্রত্যেকেই বাসা-বাড়িতে পরিবারের অন্য সদস্যদের টাচস্ক্রীন ব্যবহারে সঙ্গে জড়িত। গবেষকরা জানান পরীক্ষায় দেখা গেছে, এদের মধ্যে ২৪ শিশু অতিমাত্রায় চাটস্কিন ব্যবহার করে। অর্থাৎ তারা দিনের প্রায় ১০ মিনিট বা তার বেশি সময় টাচস্ক্রীন ব্যবহার করে। -সায়েন্স নিউজ অবলম্বনে।
×