ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা দীপের উস্কানিতেই কৃষকরা ক্ষেপে ওঠেন’

প্রকাশিত: ২৩:৫৭, ২৮ জানুয়ারি ২০২১

‘বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা দীপের উস্কানিতেই কৃষকরা ক্ষেপে ওঠেন’

দিল্লীতে মঙ্গলবার প্রতিবাদী কৃষকদের ক্ষেপিয়ে তোলার পেছনে বিজেপি ঘনিষ্ঠ পাঞ্জাবি তারকা অভিনেতা দীপ সিধুর উস্কানি রয়েছে। মূলত দীপের ইন্ধনেই লালকেল্লায় শিখ পতাকা স্থাপন করা হয়। বুধবার ভারতের একাধিক গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে। খবর বিবিসি ও আনন্দবাজার পত্রিকা অনলাইনের। ভারতীয় কিষান ইউনিয়নের নেতা গুরনাম সিং চাঁদুনি বলেন, কৃষকদের উস্কানি দিয়েছিলেন গায়ক-অভিনেতা দীপ সিধু। তার উস্কানির জেরেই কৃষকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। দিপ সিধুর সঙ্গে বিজেপি ও আরএসএসের যোগসূত্র রয়েছে। গত লোকসভা নির্বাচনে তিনি পাঞ্জাবের বিজেপি সংসদ সদস্য সানি দেওলের প্রচার দলে ছিলেন। পাশাপাশি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীপের ছবি রয়েছে। ওই সব ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর এ বিষয়ে বুধবার মুখ খোলেন দীপ। আত্মপক্ষ সমর্থন করে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘একজনের পক্ষে কি লাখ লাখ কৃষককে উত্তেজিত করা সম্ভব? আমি আন্দোলনে যোগ দিয়েছিলাম মাত্র।
×