ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেজাউল করিম খোকন

‘ম্যাডাম চিফ মিনিস্টার’

প্রকাশিত: ২৩:৪৬, ২৮ জানুয়ারি ২০২১

‘ম্যাডাম চিফ মিনিস্টার’

‘ম্যাডাম চিফ মিনিস্টার’ ছবিটি নিয়ে আগে থেকে তেমন প্রচারণা কিংবা আলোচনা ছিল না। তবে ছবিটি মুক্তির ঠিক আগে টেলার টিজার প্রচার শুরু হতেই সবাই বেশ নড়েচড়ে বসেছেন। গত সপ্তাহে ‘ম্যাডাম চিফ মিনিস্টার’ ছবিটি সিনেমা হলে মুক্তি পেয়েছে। ভারতের উত্তর প্রদেশের দলিত সম্প্রদায়ের এক দুঃসাহসী অদম্য স্বভাবের তরুণীর কঠিন প্রতিকূলতা, বাধাবিপত্তি অতিক্রম করে রাজনৈতিক ক্ষমতার শীর্ষে মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার চাঞ্চল্যকর, শ্বাসরুদ্ধকর, নাটকীয় কাহিনী তুলে ধরা হয়েছে নতুন এই বলিউডি সিনেমায়। ‘ম্যাডাম চিফ মিনিস্টার’ ছবির মূল ভূমিকায় বলিউডের মেধাবী গুণী অভিনেত্রী রিচা চাড্ডা। একজন দলিত সম্প্রদায়ের তরুণীর জীবনের শ্বাসরুদ্ধকর নাটকীয় কাহিনীনির্ভর পলিটিক্যাল ড্রামা ধাঁচের ছবিটি ভারতের উত্তর প্রদেশের বহুল আলোচিত বিতর্কিত নারী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর বাস্তব জীবনের গল্পের সঙ্গে মিলে যাওয়ায় অনেকেই ছবিটিকে মায়াবতীর বায়োপিক হিসেবে অভিহিত করেছেন। যদিও ‘ম্যাডাম চিফ মিনিস্টার’ ছবির পরিচালক সুভাষ কাপুর এবং মূল ভূমিকায় রূপদানকারী অভিনেত্রী রিচা চাড্ডা জোর গলায় দাবি করেছেন এ ছবিটি কোনভাবেই মায়াবতী বায়োপিক নয়। কাকতালীয়ভাবে হয়ত মায়াবতীর বাস্তব জীবনের নানা ঘটনার সঙ্গে এ ছবির সাদৃশ্য রয়েছে। অভিনেত্রী রিচা চাড্ডাকে ‘ম্যাডাম চিফ মিনিস্টার’ ছবিতে সম্পূর্ণ নতুন ভিন্ন এক লুকে দেখা গেছে। ছেলেদের মতো করে ছাটা ছোট চুলে শার্ট, টি-শার্ট, প্যান্ট পরা এক দুঃসাহসী তরুণীরূপে রিচার পর্দা উপস্থিতিতে অনেক চমক ছিল। করোনা মহামারীর ভয়াবহ সময়ে গত বছরের অক্টোবর-নবেম্বর মাসে ৪০ দিনে ছবিটির শূটিং শেষ করে অনেক কম সময়ের মধ্যে দর্শকদের সামনে নিয়ে আসা হয়েছে ছবিটি। ‘ম্যাডাম চিফ মিনিস্টার’ ছবির মূল ভূমিকায় অভিনয়ের কাজটি রিচা চাড্ডার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। এটা তিনি স্বীকার করেছেন। ২০০৮ সালে বলিউডে পা রাখা রিচা হিন্দী ফিল্ম ইন্ডাস্ট্রিকে ব্যতিক্রমধর্মী ইমেজের অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে নিজেকে পরিচত করতে সক্ষম হয়েছেন। সাধারণ ফর্মুলা ধাঁচের বাণিজ্যিক হিন্দী সিনেমার বাইরে অফ ট্র্যাকের ছবিগুলোতেই তাকে দেখা যায় সাধারণত। কয়েক সপ্তাহ আগেই রিচাকে দেখা গেছে বায়োপিক মুভি ‘শাকিলা’র নাম ভূমিকায়। সেখানেও তিনি ছিলেন অনবদ্য, অসাধারণ। রিচা চাড্ডা অভিনীত দুটি নতুন সিনেমা ‘আবি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’ এবং ‘লাহোর কনফিডেনশিয়াল’ মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এর মধ্যে ‘লাহোর কনফিডেনশিয়াল’ ছবিতে একজন নারীর সিক্রেট এজেন্ট অনন্যার ভূমিকায় দেখা যাবে। নব্বই দশকে দক্ষিণী মালায়লম চিত্রলোকে সফট পর্নো ধাঁচের সিনেমায় নায়িকা সেজে রীতিমতো ঝড় তুলেছিলেন অভিনেত্রী শাকিলা। ভীষণ দরিদ্র পরিবারের মেয়ে নিতান্তই পেটের দায়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে যৌনতানির্ভর ছবিগুলোতে প্রধান চরিত্রে অভিনয় করে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। তার জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয়। সমসমায়িক অনেক বিখ্যাত অভিনেত্রী তার উর্ধমুখী সাফল্যে রীতিমতো ঈর্ষা করতেন শাকিলকে। সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়েটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সিনেমায় অভিনয়ের সুবাদে সুপারস্টারে পরিণত হয়েছিলেন। দক্ষিণী সিনেমার সেই আলোচিত বিতর্কিত নায়িকা শাকিলার বাস্তব জীবনের নাটকীয় গল্প নিয়ে নির্মিত ‘শাকিলা’ ছবিটি মুক্তি পেয়েছে সম্প্রতি। বলিউডে প্রায় এক দশক আগে একই ধাঁচের আরেক বিতর্কিত চিত্রতারকা সিল্ক স্মিতার বাস্তব জীবনের কাহিনী নিয়ে আবর্তিত ‘দ্য ডার্টি পিকচার’ ছবিটি মুক্তি পেয়েছিল। সেই ছবিতে প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয়ের চমক দেখিয়েছিলেন মেধাবী বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এবার ‘শাকিলা’ ছবিতে তেমনি ধরনের একটি চরিত্রে অনবদ্য অভিনয়ের চমক দেখালেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা।
×