ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেমার রোচের কাছে বাংলাদেশ সফর সব সময়ই কঠিন

প্রকাশিত: ২৩:৩৫, ২৮ জানুয়ারি ২০২১

কেমার রোচের কাছে বাংলাদেশ সফর সব সময়ই কঠিন

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজ শেষ। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর অপেক্ষা। ৩ ফেব্রুয়ারি প্রথম টেস্ট ও ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নিতে ওয়ানডে দলের সঙ্গে গত ১০ জানুয়ারি বাংলাদেশে আসেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের ক্রিকেটাররাও। পেসার কেমার রোচের একটিই ভাবনা, বাংলাদেশ সফর সবসময়ই কঠিন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলা দিয়েই টেস্ট ক্যারিয়ার শুরু হয় রোচের। ২০০৯ সালে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়া সিরিজে রোচ দুর্দান্ত বোলিং করেন। দল ব্যর্থ হলেও রোচ দেখান বোলিং ঝলক। প্রথম টেস্টেই দুই ইনিংসে ৩টি করে মোট ৬টি উইকেট নেয়ার সঙ্গে ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজেই সর্বোচ্চ ১৩ উইকেট শিকার করেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই ৬ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে নেন ১টি উইকেট। এরপর থেকে রোচ ৬০টি টেস্ট খেলেছেন। নিয়েছেন ২০৪ উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে ৮ টেস্ট খেলে ৩৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশের মাটিতে ২০১১ সালে একটি ও ২০১৮ সালে দুটি টেস্ট খেলেছেন। ভাল করে জানেন বাংলাদেশ এবং দলটির ক্রিকেটারদের সম্পর্কে। তাই তো রোচ জানান, বাংলাদেশ সফল সবসময়ই কঠিন। তিনি বলেছেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে এবং যতটা ভালোভাবে সম্ভব পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ সফর সবসময়ই কঠিন। ছেলেরা তিন সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করছে। একটা ভালো সংগ্রহ গড়তে এবং ম্যাচে ২০ উইকেট নিতে কী করতে হবে তা আমরা জানি।’ সঙ্গে যোগ করেন, ‘পেসারদের এখানে কঠোর পরিশ্রম করতে হবে। গতি কিংবা সিম মুভমেন্টের জন্য সহায়ক হবে না পিচ। ঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করে যেতে হবে।
×