ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফাওয়াদের সেঞ্চুরিতে এগিয়ে পাকিস্তান

প্রকাশিত: ২৩:৩৪, ২৮ জানুয়ারি ২০২১

ফাওয়াদের সেঞ্চুরিতে এগিয়ে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ ফাওয়াদ আলমের দারুণ এক সেঞ্চুরির সৌজন্যে করাচী টেস্টে এগিয়ে গেছে পাকিস্তান। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২২০ রানের জবাবে একপর্যায়ে ২৭ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল স্বাগতিকরা। সেখান থেকে ১০৯ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলকে চালকের আসনে বসিয়েছেন ‘আলোচিত’ ফাওয়াদ। ৮ উইকেটে ৩০৮ রানে দ্বিতীয় দিন শেষ করা পাকিস্তান এখন এগিয়ে ৮৮ রানে। হাসান আলি ১১ ও নামান আলি ব্যক্তিগত ৬ রান নিয়ে ক্রিজে আছেন। উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তান সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে কুইন্টন ডি ককের দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ৩৩ রান নিয়ে বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। এদিন ৮৯ ওভারে আরও ৪ উইকেট হারিয়ে ২৭৫ রান যোগ করে স্বাগতিকরা। মোট ১০৭ ওভারে করে ৩০৮ রান। আগের দিন প্রোটিয়া বোলাররা যে আতঙ্ক তৈরি করেছিল তা থেকে বেরিয়ে আসতে ফাওয়াদের সঙ্গে বড় অবদান রাখেন আজহার আলি। পঞ্চম উইকেটে ৯৪ রান যোগ করেন দু’জনে। ৫১ রান করে আউট হন সাবেক অধিনায়ক আজহার। এরপর ষষ্ঠ উইকেটে ফাওয়াদ-ফাহিম আশরাফের জুটি থেকে আসে ১০২ রান। ৬৪ রান করে দারুণ অবদান রাখেন টেল এন্ডার ফাহিম। আর ২৪৫ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০৯ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেয়া ফাওয়াদ পেসার লুঙ্গি এনগিদির শিকারে পরিণত হন। ক্যাচ তুলে দেন টেম্বা বাভুমার হাতে। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া, এনগিদি ও স্পিনার কেশভ মহারাজ। ২০০৯ সালে তিনটি মাত্র টেস্ট খেলে বাদ পড়েন ফাওয়াদ। ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর রানের বন্যা বইয়ে দিয়ে দীর্ঘ ১১ বছর পর অবশেষে গত বছর ইংল্যান্ড সফরে ফের ডাক পান। ইংল্যান্ডে খুব একটা সুবিধা করতে না পারলেও সদ্য নিউজিল্যান্ড সফরে দলের ব্যর্থতার মাঝেও দারুণ এক সেঞ্চুরি হাঁকান ৩৫ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান। সেই ২০০৯ সালে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছিলেন শ্রীলঙ্কা সফরে, কলম্বো টেস্টে। দীর্ঘ প্রায় ১২ বছরের ক্যারিয়ারে এই প্রথম দেশের মাটিতে খেলতে নেমে পেলেন তৃতীয় সেঞ্চুরি। জীবনে তিন হাফ সেঞ্চুরির তিনটিকেই সেঞ্চুরিতে রূপ দিলেন ‘আলোচিত’ এ টপঅর্ডার ব্যাটসম্যান। কলম্বোয় ১৬৮, মাউন্ট মঙ্গানুইয়ে ১০২ রানের পর এবার করাচীতে খেললেন ১০৯ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস। যার ওপর ভর করে ম্যাচজয়ের স্বপ্ন দেখতেই পারেন অধিনায়ক বাবর আজম। কারণ ঘূর্ণিপিচে পাকিস্তানী স্পিনারদের সামলে দ্বিতীয় ইনিংসে দঃ আফ্রিকার পক্ষে বড় স্কোর গড়া সহজ হবে না। আগের দুই সেঞ্চুরিতে দলের হার দেখেছিলেন ফাওয়াদ। তবে কি ঘরের মাটিতে সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে? সময়েই মিলবে এই প্রশ্নের উত্তর।
×