ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গী স্টেডিয়ামে ৬ গোলের রোমাঞ্চ

প্রকাশিত: ২৩:৩২, ২৮ জানুয়ারি ২০২১

টঙ্গী স্টেডিয়ামে ৬ গোলের রোমাঞ্চ

রুমেল খান, টঙ্গী, গাজীপুর থেকে ॥ বুধবার টঙ্গীর শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হলো। ২০১৩ সালে এই স্টেডিয়ামটি নির্মিত হয়। এটি গাজীপুর জেলার দ্বিতীয় স্টেডিয়াম। বুধবার বারিধারা-ব্রাদার্স ম্যাচটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে আওয়ামী লীগের প্রয়াত নেতা আহ্সান উল্লাহ্র নামে। প্রতিমন্ত্রী বলেন, ‘এই স্টেডিয়ামটি আরচারি ফেডারেশনের নামে বরাদ্দ ছিল। এখন থেকে এখন ফুটবল খেলাও হবে। বাফুফের সঙ্গে আরচারি ফেডারেশনের সমন্বয় করেই খেলা হবে। আমি মনে করি গাজীপুরের ইতিহাসে এ ধরনের আয়োজন এবারই প্রথম। বিপিএল ফুটবলে অভিষেক হলেও এই ভেন্যুর অনেক অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। তিন দিকেই গ্যালারি নেই। ফ্লাডলাইট নেই। মাঠে এ্যাম্বুলেস ঢোকার জায়গা নেই। খেলোয়াড়দের ড্রেসিংরুম নেই। ভুল দিকে (গোলপোস্টের পেছনে) প্রেসবক্স। প্রেসবক্স আবার উন্মুক্ত এবং মাঠ থেকে খুবই সামান্য দূরত্বে অবস্থিত। মাঠে ঢোকার একটাই সরু গেট। ’ পয়েন্ট টেবিলে ১৩ দলের মধ্যে শেষের ৩টি দল পয়েন্টশূন্য। একাদশ ও দ্বাদশ দল দুটি যথাক্রমে উত্তর বারিধারা ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। বুধবার শহীদ আহ্সান উল্ল্হ্ ামাস্টার স্টেডিয়ামে দুই দল খেলতে গিয়ে উপহার দিয়েছে দারুণ রোমাঞ্চকর একটি ম্যাচ। ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে। ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ছিল ০-০। ৫৫ মিনিটে উত্তর বারিধারার ডিফেন্ডার মোহাম্মদ সোহেল ডি-বক্সের ভেতরে হেড করে গোল করেন। কিন্তু ফাউলের কারণে রেফারি ভূবন মোহন তরফদার গোলটি বাতিল করে দেন। ৬১ মিনিটে গোল করে এগিয়ে যায় ব্রাদার্স। বারিধারার ডি-বক্সের ডান প্রান্তে ঢুকে ব্রাদার্সের মিডফিল্ডার শফিকুল ইসলাম শফি বা পায়ের চমৎকার উড়ন্ত কৌনিক শটে বল জালে জড়িয়ে দেন (১-০)। ৭৪ মিনিটে সমতায় ফেরে বারিধারা। গোল করেন বারিধারার অধিনায়ক-ফরোয়ার্ড সুমন রেজা (১-১)। ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাদার্স। প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে ফ্রি কিক পায় তারা। উজবেক ডিফেন্ডার ফুরকাত জনের চমৎকার শট ফেরাতে পারেননি বারিধারার গোলরক্ষক মামুন আলিফ (২-১)। দুই মিনিট পরেই সমতায় ফেরে বারিধারা। উজবেক মিডফিল্ডার ইভজেনি গোল করেন (২-২)। নাইজিরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসু গোল করে ব্রাদার্সকে আবারও এগিয়ে নেন ৮৮ মিনিটে (৩-২)। সংযুক্ত সময়ে (৯০+৩ মিনিটে) মিডফিল্ডার জুয়েল মল্লিকের গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে বারিধারা (৩-৩)। শেষ পর্যন্ত ওই স্কোরলাইনেই ম্যাচ শেষ করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। জোবের হ্যাটট্রিকে শেখ জামালের সহজ জয় চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বুধবার সবচেয়ে বড় জয় কুড়িয়ে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৬-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। এটি এই লীগে জামালের টানা তৃতীয় জয়। আগের দুই ম্যাচে যথাক্রমে চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা। পক্ষান্তরে টানা চার ম্যাচেই হারলো আরামবাগ। আগের তিন ম্যাচে মোহামেডান, চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধার বিপক্ষে হেরেছিল তারা। ১৪ মিনিটে রেজাউল করিমের ক্রসে গোলমুখে বল পেয়ে আলতো টোকায় দলকে এগিয়ে নেন জোবে। ১৮ মিনিটে জোবের পাস ধরে ভালিজনোভ ওতাবেক বল বাড়ান ডি-বক্সে। চমৎকারভাবে ফিনিশ করেন সিল্লাহ। ৩৫ মিনিটে শাকিল আহমেদের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে গাম্বিয়ার ফরোয়ার্ড সিল্লাহ আলতো টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন। ৬০ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় শেখ জামাল। ডি-বক্সের ভেতর থেকে সলোমন কিং কানফর্মের আড়াআড়ি পাসে জোবের প্লেসিং শট জালে জড়ায়। ৬২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন জোবে। মাঝমাঠের একটু ওপর থেকে সলোমনের থ্রু পাস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন গাম্বিয়ার ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডান দিক থেকে জাহিদ হোসেনের আড়াআড়ি টোকায় দলের বিশাল জয় নিশ্চিত করেন জোবে। টানা চার জয় বসুন্ধরার বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিংসরা ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। এ নিয়ে টানা চারটি ম্যাচ জিতল চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন ফরোয়ার্ড অস্কার বেসেরা আহত হয়ে মাঠ ছাড়লেও তার অভাব অনুভব করতে দেননি সতীর্থরা। দলের পক্ষে গোল করেন ব্রাজিলিয়ান রবসন দ্য সিলভা, তৌহিদুল আলম সবুজ ও অপরটি আত্মঘাতী।
×