ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৬ বখাটে কিশোর গ্রেফতার

প্রকাশিত: ২৩:২৭, ২৮ জানুয়ারি ২০২১

১৬ বখাটে কিশোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত হাতিরঝিলে ঘুরতে আসা বিনোদন প্রেমীদের হয়রানি করার অপরাধে ১৬ বখাটে কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে বুধবার থেকে হাতিরঝিলের নিরাপত্তায় সাদা পোশাকে ও পোশাকধারী বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সদর দফতরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এসব কথা জানান হয়েছে। জানা গেছে, আটক হওয়া কিশোরদের বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হয়নি। ভবিষ্যতে কোন ধরনের অপকর্ম করবে না মর্মে, মুচলেকা নিয়ে ওইসব কিশোরদের তাদের পিতামাতার কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সদর দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ফেসবুকে একজন নাগরিকের অনুরোধের পর রাজধানীর হাতিরঝিল থেকে ১৬ কিশোরকে আটক করা হয়। ১৮ গাড়ির জরিমানা পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের নির্দেশ অনুযায়ী বুধবার রাজধানীর মিরপুর এলাকার বাঙলা কলেজের সামনের সড়কে এক অভিযান পরিচালিত হয়। এতে পরিবেশ সংরক্ষণ ও বাতাসের মান নিয়ন্ত্রণে সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার নেতৃত্ব দেন। অভিযান পরিচালানায় সহযোগিতা করে পরিবেশ অধিদফতরের মহানগর কার্যালয় ও ঢাকা গবেষণাগার। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ লঙ্ঘনের দায়ে ২১টি গাড়ি পরীক্ষা করা হয়। এতে ১৫(১) এর টেবিল ৩ অনুযায়ী ক্ষতিকর কালো ধোঁয়া ছড়ানোর অভিযোগে ১৮টি গাড়িকে জরিমানা করে ৬৬ হাজার টাকা আদায় হয়েছে। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আনিকা সুলতানা বৃষ্টি। -বিজ্ঞপ্তি
×