ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ত্র মামলায় সাতক্ষীরা আদালতে শাহেদ করিম

প্রকাশিত: ২৩:২৭, ২৮ জানুয়ারি ২০২১

অস্ত্র মামলায় সাতক্ষীরা আদালতে শাহেদ করিম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগ গঠনের জন্য সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। বুধবার সকালে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানে আদালতে হাজির করলে আসামি পক্ষের আইনজীবী সময় প্রার্থনা করায় আজ বৃহস্পতিবার ফের তাকে আদালতে হাজির করে অভিযোগ গঠনের জন্য শুনানির দিন নির্ধারণ করা হয়। তাকে আবারও সাতক্ষীরা কারাগারে নেয়া হয়। আলোচিত এই দুটি মামলার সে একমাত্র আসামি। উল্লেখ্য, গতবছরের ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করে শাহেদ করিম। ‘তিস্তা চুক্তির বল এখন ভারতের কোর্টে’ জনকণ্ঠ ডেস্ক ॥ তিস্তা চুক্তির বল এখন ওদের (ভারতের) কোর্টে। আমরা এ বিষয়ে তাদের কাছ থেকে সুখবর শুনতে চাই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৃহস্পতিবার দিল্লী সফরে যাচ্ছেন। দিল্লী সফরে তিস্তা চুক্তির বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, তিস্তা নিয়ে আমরা আলোচনা করতে চাই। এটা নিয়ে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার সমঝোতায় আসতে পারেনি। তবে অভিন্ন ছয় নদীর পানি বন্টনের পাশাপাশি তিস্তা নিয়েও আলোচনা চালিয়ে যেতে চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ২৬ মার্চ ঢাকা এলে কোন চুক্তি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা কাজ করছি। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ২৮ জানুয়ারি সকালে চারদিনের সফরে দিল্লী যাচ্ছেন।
×