ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মিরপুরে বিহারি ক্যাম্প উচ্ছেদের প্রতিবাদে অনশন, ভাংচুর

প্রকাশিত: ২৩:২৫, ২৮ জানুয়ারি ২০২১

মিরপুরে বিহারি ক্যাম্প উচ্ছেদের প্রতিবাদে অনশন, ভাংচুর

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মিরপুরের উর্দুভাষী অবাঙালীদের বসবাসের বিহারি ক্যাম্প উচ্ছেদের প্রতিবাদে মিরপুরজুড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্যাম্পের একাংশ উচ্ছেদের প্রতিবাদে বিহারি নেতাদের অনশন ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নুর কুশপুতুল দাহ করেছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল নয়টার দিকে মিরপুরের ১১ নম্বর এভিনিউয়ের ৪ নম্বর সড়কের বড় মসজিদের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী গণঅনশনে বসেন বিহারিদের পাঁচটি সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ বিহারিরা। এরপরই রাস্তাঘাট অবরোধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ হাজির হয়। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুপুর বারোটা নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অনশনকারীদের দাবি, আপীল বিভাগের আদেশ অমান্য করে বিহারি ক্যাম্প ভাঙচুর ও হামলার ঘটনায় মেয়র আতিকসহ জড়িত সবার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণসহ পুনর্বাসন ও উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার দাবিতে ওই কর্মসূচী পালন করা হয়েছে। অনশনে অংশ নেয়া উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মোঃ সাদাকাত খান ফাক্কুর দাবি, আগামী ২ মে পর্যন্ত আপীল বিভাগের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও অবৈধভাবে ক্যাম্পের ঘরবাড়ি ভাংচুর করেছে ডিএনসিসি। মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে তাদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলার সময় কাউন্সিলর নান্নুর ভাই নিরীহ বিহারিদের অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। এজন্য তারা মেয়র আতিকসহ সবার শাস্তি দাবি করেন। তিনি আরও দাবি করেন, গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী হাজার হাজার গৃহহীনকে বাড়ি উপহার দিয়েছেন। সেদিনই মিরপুরে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে হাজারো উর্দুভাষীকে গৃহহীন করেছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। তাদের ক্যাম্পগুলোতে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নুসহ শতাধিক প্রভাবশালীদের প্লট রয়েছে। উচ্ছেদ অভিযানের পরপরই এসব প্লটের বেশ কিছু জায়গা দখল করা হয়েছে। ন্যায় বিচার দাবি করে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সভাপতি মোস্তাক আহমেদ, উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, এসপিজিআরসি মিরপুরের সভাপতি আলি মোহাম্মদ, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সাধারণ সম্পাদক মোঃ হেলাল, মিরপুর ১১ রিলিফ কমিটির চেয়ারম্যান সারফারাজ আলম প্রমুখ বক্তব্য রাখেন।
×