ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেরুতে কঠোর লকডাউন জারি

প্রকাশিত: ২৩:১৩, ২৮ জানুয়ারি ২০২১

পেরুতে কঠোর লকডাউন জারি

জনকণ্ঠ ডেস্ক ॥ লাতিন আমেরিকার দেশ পেরুতে নতুন করে কঠোর লকডাউন জারি করা হয়েছে। দেশজুড়ে করোনা সংক্রমণের বিস্তার রোধ করতে স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকেই লকডাউন কার্যকর হয়েছে। অন্যদিকে সারাবিশে^ বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে। ১০ কোটি ১০ লাখ ৮৭ হাজার ১৯৫ জন। মারা গেছে ২১ লাখ ৭৪ হাজার ৭০২ জন। সুস্থ হয়েছে ৭ কোটি ৩০ লাখ ৫১ হাজার ১৭ জন। এখনও চিকিৎসাধীন আছে ২ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ২৩ জন। যাদের মধ্যে এক লাখ ১০ হাজার ২৭৯ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ লাখ ২৮ হাজার ৭৫৫ জন করোনা সংক্রমিত হয়েছে। একদিনে মারা গেছে ১৫ হাজার ৯৩৯ জন। এদিকে গবেষকরা জানিয়েছেন, চীনের সিনোফার্ম ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চালিয়ে যাওয়া হবে। সম্প্রতি এক স্বেচ্ছাসেবী ওই ভ্যাকসিনের প্লেসবো গ্রহণের পর তার মৃত্যু হয়েছে। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। পেরুর রাজধানী লিমায় নতুন করে করোনা সংক্রমণ বেড়ে গেছে এমন আরও ৯ এলাকায় পুরোপুরি লকডাউন জারি করেছে প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্তি। তিনি জানিয়েছেন, সংক্রমণ বাড়তে থাকার কারণে বাড়তি রোগীর চাপে হাসপাতালগুলোতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ফেব্রুয়ারির ১৪ তারিখ পর্যন্ত কড়াকাড়ি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। নতুন করে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে আরও ৪ হাজার ৪৪৪ জন। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৭ হাজার ২৩৯ জন। আগামী মাস থেকে ভ্যাকসিন কর্মসূচী শুরু করার পরিকল্পনা করছে সরকার। দেশের জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা গেলে এই সঙ্কট থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। পেরুতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪০ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে। কায়েতানো হেরেদিয়া বিশ্ববিদ্যালয় সিনোফার্মের ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। যারা ভ্যাকসিন অথবা এর প্লেসবো ব্যবহার করেছেন তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভ্যাকসিন গ্রহণের কারণে কোন স্বেচ্ছাসেবীর মৃত্যু হয়নি। এ বিষয়টি পরিষ্কার করা জরুরী। এক লাখ ব্রিটিশের প্রাণ নিল করোনা ॥ কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃত্যু এরই মধ্যে এক লাখ ছাড়িয়ে গেছে। করোনায় মৃত্যুর সংখ্যায় দেশটি বিশ্বে পঞ্চম অবস্থানে। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ আপডেট দেয়া আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যমতে, বুধবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৬৮ হাজার ৯ হাজার ৭৪৬ জন। আর ব্রিটেনে মোট মারা গেছেন এক লাখ ১৬২ জন। করোনা থেকে সেরে উঠেছেন এক লাখ ৬৬ হাজার দুই হাজার ৪৮৪ জন।
×