ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রফতানি ও শিল্পে ব্যবহারযোগ্য আলুর আবাদ বৃদ্ধিতে জোর দেয়া হচ্ছে ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ২৩:১১, ২৮ জানুয়ারি ২০২১

রফতানি ও শিল্পে ব্যবহারযোগ্য আলুর আবাদ বৃদ্ধিতে জোর দেয়া হচ্ছে ॥ কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন বর্তমানে বছরে ১ কোটি টনের বেশি উন্নতজাতের আলু উৎপাদন হয়। দেশে চাহিদা রয়েছে ৬০ থেকে ৭০ লাখ টনের মতো। দেশে উৎপাদিত আলুতে পানির পরিমাণ বেশি হওয়ায় বিদেশে চাহিদা কম। সে জন্য বিদেশে চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে রফতানি ও শিল্পে ব্যবহারযোগ্য আলুর আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দেয়া হয়েছে। এজন্য এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৯-২০৩০ সালের মধ্যে বীজ আলু উৎপাদন ৬০ হাজার টনে উন্নীত করা হবে। কৃষি মন্ত্রণালয় সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মন্ত্রী বুধবার সকাল ১০টায় নীলফামারীর ডোমার উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ আলু উৎপাদন খামার পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী এ দিন রফতানি ও শিল্পে ব্যবহারযোগ্য আলুর প্লট, আলু ফসলের মিউজিয়াম, ড্রাগন ও খেজুর বাগান প্রভৃতি পরিদর্শন করেন। এ ছাড়া পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার তিস্তাপাড়ায় কাজু বাদাম, মিষ্টি আলু, কফি চাষ প্রসেসিং ও কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা, বাড়ির বীজ বর্ধন খামার, গম ও ভুট্টাবীজ উৎপাদন খামার পরিদর্শন করেন। এ সময় কৃষি সচিব মোঃ মেজবাহুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, বারীর মহাপরিচালক নাজেরুল ইসলাম,গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ এছরাইল হোসেন, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, ‘মুজিববর্ষে’ আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার কৃষিবিপ্লবে এবার বিএনডিসির ‘মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করণ’ প্রকল্প চালু করা হয়েছে। এর আওতায় এই ডোমার খামারে ভিত্তিবীজ আলু উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি নতুনজাতের উপযোগিতা যাচাইয়ের জন্য পরীক্ষামূলক স্থাপন ও পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া প্রকল্পের আওতায় সারাদেশের ২৮টি জোনে চ্যুক্তিবদ্ধ চাষীর মাধ্যমে কৃষক পর্যায়ে ব্যবহৃত/প্রত্যায়িত বীজ আলু উৎপাদন করা হচ্ছে। মন্ত্রী বলেন এই প্রকল্পের আওতায় উচ্চ ফলনশীল, রফতানি ও শিল্পে ব্যবহার উপযোগী আলুর জাত পরিচিতি ও জনপ্রিয়করণের জন্য বিএনডিসি আমদানিকৃত এবং বারী উদ্ভাবিত সম্ভাবনাময় ২০টি জাত নিয়ে এ বছর সারাদেশে তিনশটি প্রদর্শনী প্লট ও মাল্টিলোকেশন টেস্ট পরিচালনা করা হচ্ছে। ২০২০-২১ উৎপাদন বর্ষে বিভিন্ন মানের ৩৭ হাজার ৫০০ টন বীজ আলু এবং ৫ হাজার টন রফতানি উপযোগী আলুসহ সর্বমোট ৪২ হাজার ৫০০ টন আলু উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।
×