ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন বানচালে বিএনপির অপপ্রয়াস ভণ্ডুল ॥ কাদের

প্রকাশিত: ২৩:১১, ২৮ জানুয়ারি ২০২১

নির্বাচন বানচালে বিএনপির অপপ্রয়াস ভণ্ডুল ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ নির্বাচন বানচালে বিএনপির অপপ্রয়াসকে ভণ্ডুল করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই নির্বাচনের শুরু থেকেই বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীরা নির্বাচনী মাঠে যে ধরনের সুযোগ-সুবিধা পেয়েছে তা তাদের (বিএনপি) আমলেও তারা পায়নি। বুধবার বিকেলে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারী বাসভবন থেকে চট্টগ্রাম সিটি নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভোট কেন্দ্র প্রবেশ করতে না দেয়া, এজেন্ট বের করে দেয়াসহ বিএনপির বিভিন্ন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব সময়ই এ ধরনের অভিযোগ করে থাকে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও’র মাধ্যমে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র জনগণের সামনে ফুটে উঠেছে। তারা ৭৩৫ কেন্দ্রের মধ্যে বেশির ভাগ কেন্দ্রে এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে এবং তাদের সেই সাংগঠনিক ক্ষমতাও মূলত ছিল না। নিজেদের সাংগঠনিক দুর্বলতা ঢাকতে ও গণরায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগরীর জনগণ অতীতে কখনই বিএনপির পক্ষে সমর্থন দেয়নি। চট্টগ্রামে শুধু একবার বিএনপি প্রার্থী মঞ্জুরুল আলম নির্বাচিত হলেও মূলত রাজনৈতিকভাবে তিনি আওয়ামী মতাদর্শের মানুষ ছিলেন। বিএনপি ভোটের রাজনীতিতে জেতার জন্য আওয়ামী লীগ থেকে ধার করে তাকে প্রার্থী করেছিল।
×