ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় ৪ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২৩:১০, ২৮ জানুয়ারি ২০২১

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় ৪ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ আসামির জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির আসামিদের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া মামলার রায় প্রদানের দিন ধার্য করা হয়েছে আগামী ৪ ফেব্রুয়ারি। জামিন বাতিল হওয়া অন্যদের মধ্যে রয়েছেন কলারোয়ার সাবেক মেয়র বিএনপি নেতা আক্তারুল ইসলাম, সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সাত্তার, সুপ্রীমকোর্টের এ্যাড. আব্দুস সামাদ, তিন সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, রকিবুল ইসলাম ও রবিউল ইসলাম এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মামলায় অভিযুক্ত ৫০ আসামির একজন টাইগার খোকন অন্য মামলায় জেলহাজতে আটক রয়েছে। পলাতক রয়েছে সাবেক কাউন্সিলর আব্দুল কাদের বাচ্চুসহ ১৫ জন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এসএম মুনীর আদালতে ২০ জন সাক্ষীর জবানবন্দী তুলে ধরে বলেন, সাক্ষীদের বক্তব্যে সব আসামি দোষী প্রমাণিত হয়েছে। ন্যায়বিচার হলে সব আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন। বিএনপির সাবেক এমপি হাবিবের গাড়িতে ছাত্রদলের হামলা ॥ কলারোয়ায় কেন্দ্রীয় বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের গাড়ির ওপর হামলা হয়েছে। উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আক্তারুল ইসলামের উপস্থিতিতে ছাত্রদল নেতা রাজনের নেতৃত্বে ২০ থেকে ২৫ যুবক ইটপাটকেল নিয়ে এই হামলা চালায়। এতে তার গাড়ির গ্লাস ভাংচুরসহ অন্যান্য ক্ষতি হয়।
×