ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুরাগ থিয়েটারের নতুন নাটক ‘অবজেকশন ওভাররুল্ড’ আজ

প্রকাশিত: ২৩:০৯, ২৮ জানুয়ারি ২০২১

অনুরাগ থিয়েটারের নতুন নাটক ‘অবজেকশন ওভাররুল্ড’ আজ

স্টাফ রিপোর্টার ॥ অনুরাগ থিয়েটারের নতুন নাটক ‘অবজেকশন ওভাররুল্ড’। দলের তৃতীয় এ প্রযোজনাটি রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম। নাটকটির চতুর্থ মঞ্চায়ন পুরান ঢাকার সূত্রাপুরের জহির রায়হান মিলনায়তনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। প্রদর্শনীটির আয়োজন করেছে মঞ্চ নাট্য ও সাংস্কৃতিক শিল্পী কল্যাণ সংঘ। ‘অবজেকশন ওভাররুল্ড’ নাটক সম্পর্কে নির্দেশক জানান, রেহানে জাবারী একটি প্রতিবাদের নাম। ইরানে জন্ম নিয়েও যিনি সারা বিশে^র নারীদের জন্য প্রতিবাদের প্রতীক হয়ে রয়েছেন। ‘অবজেকশন ওভাররুল্ড’ নাটকের গল্প রেহানে জাবারীর ১৯ থেকে ২৬ বছর বয়সের বিষাদময় ঘটনার অংশ। সদ্য আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে বন্ধুদের সঙ্গে ভবিষ্যত নিয়ে আলাপ করছিলেন রেহানে জাবারী। তাদের কথা আঁড়ি পেতে শোনে মি. সারবান্দি ও মি. শেখী। তাদের সঙ্গে রেহানের আলাপ হয় কাজ নিয়ে। নিজের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে ভেবে, একদিন যে অফিসের ইন্টোরিয়র ডেকোরেশন করতে হবে সেটি দেখতে যায় সে। সেখানে তার একাকিত্বের ফায়দা লুটতে চেষ্টা করে মি. সারবান্দি। চেষ্টা করে তাকে ধর্ষণ করতে। তার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে সে মি. সারবান্দিকে ছুরি বসিয়ে দেয়। মি. শেখী রুমে ঢুকলে সেই ফাঁকে রেহানে জাবারী সেখান থেকে বেরিয়ে আসে। মি. শেখী ও সারবান্দির মধ্যে বাধে গণ্ডগোল। মৃত্যু হয় মি. সারবান্দির। পুলিশ রেহানে জাবারীকে গ্রেফতার করে নিয়ে যায় মি. সারবান্দির হত্যাকাণ্ডের জন্য। খুনের দায় চাপিয়ে দেয়া হয় রেহানে জাবারীর কাঁধে। জেলখানায় রেহানে জাবারীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। খুনের কোন প্রমাণ না পেলেও রেহানে জাবারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দেয় বিচারক। মৃত্যুর আগ মুহূর্তে রেহানে জাবারী তার মা শোলেহ পাকরাভানের কাছ হৃদয়বিদারক সেই ঘটনাগুলো চিঠিতে লিখে যায়। রেহানের বিশ্বাস পরকালে সে নিশ্চয়ই সঠিক বিচার পাবে। সেখানে সবাই থাকবে অপরাধীর কাঠগড়ায় আর সে থাকবে নির্দোষ। নাটকটির অভিনয় শিল্পীরা হলেন- শামসি আরা সায়েকা, হুমায়রা আনজুম আরিনা, সাহাদাত হোসেন সাহিদ, হামিদা আক্তার দোলা, উর্মি আক্তার, মেহমুদ সিদ্দিকী লেলিন, জাহিদ হাসান আশিক, ইসরাফিল হোসেন সোহান, সুলতানা আক্তার, রাজু আক্তার জনি, নিজাম নূর ও মীর মিজানুর রহমান। নেপথ্য শিল্পীরা হলেন- আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, কোরিওগ্রাফিতে এ কে আজাদ সেতু, নৃত্যে হামিদা আক্তার দোলা, আবহসঙ্গীত বিশ^জিৎ সোহাগ, পোশাক শামসি আরা সায়েকা, রূপসজ্জা শিল্পী শুভাশীষ দত্ত তন্ময়, পোস্টার ডিজাইন আনোয়ার হোসেন চৌধুরী, মঞ্চসজ্জা ও প্রপস পরিকল্পনা সাহাদাত হোসেন সাহিদ, প্রযোজনা অধিকর্তা মোঃ হারুন সিকদার এবং সার্বিক ব্যবস্থাপনায় মীর মিজানুর রহমান। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গত বছরের ২৭ নবেম্বর।
×