ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএসসির সিলেবাস ‘আরও সংক্ষিপ্ত’ করার নির্দেশ

প্রকাশিত: ২৩:০২, ২৮ জানুয়ারি ২০২১

এসএসসির সিলেবাস ‘আরও সংক্ষিপ্ত’ করার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষার্থীদের জন্য তৈরি সংক্ষিপ্ত সিলেবাসকে ‘আরও সংক্ষিপ্ত’ করার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। ‘যে সিলেবাস প্রকাশ করা হয়েছে তা এক বা দুমাসে শেষ করা সম্ভব নয়। বরং শেষ করতে ছয় থেকে আট মাস সময় লাগবে’ এমন অভিযোগ আসার পর শিক্ষামন্ত্রী পদক্ষেপ নিতে সময় নিলেন না। সিলেবাস প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই শিক্ষামন্ত্রী সেই সিলেবাস সংশোধন করে অধিকতর সংক্ষিপ্ত ও শিক্ষার্থীদের উপযোগী করে এক সপ্তাহের মধ্যে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। করোনাকালের জন্য সংক্ষিপ্ত এ সিলেবাস প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে আপত্তি আসায় বুধবার সিলেবাস প্রণয়নের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) জরুরী বৈঠকে শিক্ষামন্ত্রী এ নির্দেশ দেন। এর আগে গত সোমবার চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সংক্ষিপ্ত এ সিলেবাসের আলোকেই শুরু হবে পরীক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। তিন থেকে চার শ্রেণী কক্ষে স্বল্প সময় পড়ালেখার পর এ সিলেবাসের আলোকেই পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন, সংক্ষিপ্ত সিলেবাসে এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা চলছে। জানা গেছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যে সিলেবাস প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী এতদসঙ্গে সংযুক্ত করা হলো। সেই সিলেবাস আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (ফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ) প্রকাশ করা হয়। মোট ৩২টি বিষয়ের ওপর কর্মশালা হয়। সে বিষয়গুলো গড়ে ২০ থেকে ২৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে বলে দাবি করা হয়েছিল। বিষয়ের মধ্যে রয়েছে- হিসাববিজ্ঞান, কৃষি, চারুকারু, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, জীববিজ্ঞান, বৌদ্ধধর্ম, ব্যবসা উদ্যোগ, ক্যারিয়ার এডুকেশন, রসায়ন, খ্রীস্টান ধর্ম, অর্থনীতি, ইংরেজী প্রথম পত্র, ইংরেজী দ্বিতীয়পত্র, ব্যাংকিং এ্যান্ড ফিন্যান্স, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিন্দু ধর্ম, ইতিহাস, গার্হস্থ্যবিজ্ঞান, আইসিটি, ইসলাম ও আদর্শ শিক্ষা, গণিত, শারীরিক শিক্ষা, পদার্থবিজ্ঞান এবং বিজ্ঞান। তবে এ সিলেবাস প্রকাশের পর সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এর পরিধি নিয়ে আপত্তি তোলেন শিক্ষার্থী, অভিভাবকরা। অনেক শিক্ষকও তোলেন একই আপত্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেলিফোন করেও সিলেবাস নিয়ে আপত্তি জানিয়েছেন। শিক্ষকদের অভিযোগ, ‘সংক্ষিপ্ত’ সিলেবাসে যেসব অধ্যায় বা বিষয় সব বাদ দেয়া হয়েছে তারা ক্লাসে এমনিতেই এগুলো পড়ান না। যে সিলেবাস প্রকাশ হয়েছে এটা শেষ করতে কমপক্ষে ছয় থেকে আট মাস সময় দরকার। এরপরই মন্ত্রী বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেন।
×