ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে ট্রিপল মার্ডার ॥ এক আসামির ফাঁসি, যাবজ্জীবন ১

প্রকাশিত: ২৩:০২, ২৮ জানুয়ারি ২০২১

জামালপুরে ট্রিপল মার্ডার ॥ এক আসামির ফাঁসি, যাবজ্জীবন ১

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৭ জানুয়ারি ॥ সরিষাবাড়ী উপজেলায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার রায়ে ১৪ আসামির মধ্যে এক আসামির ফাঁসির আদেশ ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিন্নাত জাহান ঝুনু এ রায় ঘোষণা করেন। ফাঁসির আদেশ পাওয়া আসামি মোঃ বেলাল টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার রামাইল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত আসামি মোঃ হুরমুজ একই জেলা ও উপজেলার চরশুশুয়া গ্রামের মৃত চান মাহমুদ মণ্ডলের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউপি সদস্য ও স্থানীয় চর নলসন্ধ্যা গ্রামের মোঃ ফজলুর রহমান এবং সিরাজগঞ্জের কাজীপুরের কয়েকজন ২০১৩ সালের ১৪ নবেম্বর বিকেলে সরিষাবাড়ী উপজেলার যমুনা নদীর বাশুরিয়া খেয়া ঘাট থেকে নৌকাযোগে বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যার কিছুক্ষণ আগে তাদের নৌকাটি নলসন্ধ্যা খেয়া ঘাটে পৌঁছলে আগে থেকেই অপেক্ষমাণ দুটি নৌকায় থাকা ফাঁসির আদেশ পাওয়া আসামি মোঃ বেলাল ও তার সশস্ত্র লোকজনরা ফজলুর রহমান, সিরাজগঞ্জের কাজীপুরের জোমার খুকশিয়া গ্রামের মৃত গাদু শেখের ছেলে ইউসুফ আলী ও একই উপজেলার কাজল গ্রামের মৃত হযরত আলী তালুকদারের ছেলে নৌকার মাঝি কুরবান আলী।
×