ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

অভিষেক হচ্ছে আজ টঙ্গী ভেন্যুর

প্রকাশিত: ০০:৪৩, ২৭ জানুয়ারি ২০২১

অভিষেক হচ্ছে আজ টঙ্গী ভেন্যুর

স্পোর্টস রিপোর্টার ॥ দুইদিনের বিরতি শেষ। আজ বুধবার থেকে আবারও শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলা। আজ অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দুপুর সাড়ে ৩টায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘের। সন্ধ্যা ৬টায় বসুন্ধরা কিংসকে মোকাবেলা করবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এছাড়া টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি ম্যাচ। দুপুর ৩টায় উত্তর বারিধারা লড়বে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। এই ম্যাচ দিয়ে বিপিএল ফুটবলে অভিষেক হতে যাচ্ছে এই ভেন্যুটির। এই স্টেডিয়াম ব্যবহার করা নিয়ে আরচারি ফেডারেশনের সঙ্গে অনেক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেষ পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপে এই স্টেডিয়ামে ফুটবল ম্যাচ আয়োজনের অনুমতি পায় বাফুফে। বিপিএলে তিন রাউন্ডের খেলা শেষ হয়েছে। ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। সমান পয়েন্ট আর গোলগড় নিয়েও কম গোল করায় দুইয়ে আছে ঢাকা আবাহনী। শেখ রাসেল অছে তিনে। তাদের পয়েন্ট ৭। ৬ পয়েন্ট নিয়ে চারে শেখ জামাল ধানমণ্ডি। তাদের সমান ৬ পয়েন্ট নিয়ে পাঁচে চট্টগ্রাম আবাহনী। ৪ পয়েন্ট নিয়ে ছয়ে মোহামেডান স্পোর্টিং, সাইফ স্পোর্টিং ৪ পয়েন্ট নিয়ে সাতে, মুক্তিযোদ্ধা ও পুলিশ ৩ পয়েন্ট নিয়ে আছে যথাক্রমে আটে ও নয়ে, রহমতগঞ্জ ১ পয়েন্ট নিয়ে দশে। পয়েন্টের খাতা খুলতে না পারা উত্তর বারিধারা, ব্রাদার্স ইউনিয়ন এবং আরামবাগ ক্রীড়া সংঘ আছে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম স্থানে। গত কয়েক বছর ধরে এই স্টেডিয়ামে অনুশীলন ও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে আসছিল আরচারি ফেডারেশন। তাই তারা প্রথমে এ ভেন্যুতে ফুটবলের ম্যাচ আয়োজনে সম্মতি দিতে চায়নি। উত্তর বারিধারা ক্লাব হোম ভেন্যু হিসেবে নিয়েছে এই স্টেডিয়ামটিকে।
×