ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কোহলিদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইংলিশরা

প্রকাশিত: ০০:৪৩, ২৭ জানুয়ারি ২০২১

কোহলিদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইংলিশরা

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশের আত্মবিশ্বাস সঙ্গী করে ভারত-বধের পরিকল্পনা করছে ইংল্যান্ড। অবশ্য সদ্যই অস্ট্রেলিয়া থেকে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে ফেরা বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেদের বিপক্ষে কাজটা সহজ নয় বলেই মনে করেন সফরকারী অধিনায়ক জো রুট, ‘সন্দেহ নেই ঘরের মাঠে ভারত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দল। এশিয়ায় অতীতে আমাদের ভুগতে হতো। সেটি থেকে অনেকটাই বের হয়ে আসতে পেরেছি। শ্রীলঙ্কায় এই সাফল্য বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। তবে সবমিলিয়ে ভাল অবস্থায় থেকেও আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। তা নাহলে ভারতকে চ্যালেঞ্জ জানানো যাবে না। ছেলেরা চার টেস্টের গুতরুত্বপূর্ণ এই সিরিজে আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে মুখিয়ে আছে।’ অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক কোহলিকে ছাড়াই শেষ তিন টেস্ট খেলেছে ভারত। একের পর এক ইনজুরিতে একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়েও ২-১এ সিরিজ জিতেছেন রাহানে। সবাই ফিট, এই সিরিজে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামছে ভারত। ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে শুরু মাঠের লড়াই।
×