ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তি খাতে জাপানী বিনিয়োগের আহ্বান

প্রকাশিত: ০০:৩৪, ২৭ জানুয়ারি ২০২১

তথ্যপ্রযুক্তি খাতে জাপানী বিনিয়োগের আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ জাপানী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার টোকিওর বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খবর বাংলানিউজের। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাপান-বাংলাদেশের শতাধিক আইটি ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে অংশ নেন ও বিটুবি মিটিং উদ্বোধন করেন যা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারীর এই সময়ে অনলাইনে দুই সপ্তাহের এই বিটুবি মিটিং দুই দেশের আইটি ব্যবসায়ীদের আলোচনা ও ব্যবসা সম্প্রসারণের অন্যতম সুযোগ। তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা ও সুযোগ-সুবিধাগুলো সবার কাছে তুলে ধরেন। তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ যেমন হাইটেক পার্ক, কর সুবিধা, ওয়ান স্টপ সার্ভিস ইত্যাদি বর্ণনা করেন এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের যৌক্তিকতাও তুলে ধরেন। প্রতিমন্ত্রী জাপানী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশি বিনিয়োগের এবং বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানান। সেমিনারে স্বাগত বক্তব্য দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। অংশগ্রহণকারীদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের সঙ্গে জাপানের নাম ওতপ্রোতভাবে জড়িত। দুদেশের বন্ধুত্ব অত্যন্ত গভীর।
×